/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/abhii.jpg)
শাশ্বত চট্টোপাধ্যায়, অভিষেক বচ্চন
"'কাহানি' রিলিজের এক দশক পরে গিয়েও আমরা আমরা শাশ্বত চট্টোপাধ্যায়ের মাত্র ৮ মিনিটের চরিত্র নিয়ে কথা বলছি, উনি দুর্দান্ত অভিনয় করেছিলেন", বলছেন খোদ অভিষেক বচ্চন। যিনি কিনা সুজয় ঘোষের নয়া 'বব বিশ্বাস'।
‘বব বিশ্বাস’ (Bob Biswas)-এর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) নয় কেন? কেন-ই বা অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) কাস্ট করা হল?… এহেন প্রশ্নে সরগরম নেটদুনিয়া। বিতর্কেরও অন্ত নেই। মোদ্দা কথা, সিংহভাগ দর্শকদের কন্ট্র্যাক্ট কিলার বব বিশ্বাসের ভূমিকায় জুনিয়র বচ্চনকে পছন্দ নয়। তাঁদের দাবি, শাশ্বত চট্টোপাধ্যায়-ই এই চরিত্রে বাজিমাত করেছিলেন। আর যাঁকে নিয়ে এত বিতর্ক, মানে অভিষেক বচ্চন, তিনি নিজেই কিনা এবার শাশ্বত অভিনীত বব বিশ্বাস চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/abhi-1.jpg)
জুনিয়র বচ্চন বলছেন, "শাশ্বতজি দারুণ অভিনয় করেছিলেন। আজ এত বছর পরও আমরা তাঁকে নিয়ে কথা বলছি, এটাই তাঁর প্রমাণ। আশা করি উনি আমাদের এই সিনেমাটা দেখবেন। আর ওঁর ভালও লাগবে।" সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অভিষেক। পাশাপাশি এও জানান যে, এর আগেও নাকি সুজয় তাঁকে বব বিশ্বাস চরিত্রের জন্য ফোন করেছিলেন, কিন্তু তখন তিনি 'বোল বচ্চন' নিয়ে ব্যস্ত ছিলেন।
<আরও পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্যে নিজেকে সামলাতে পারেননি জন, আদরের চোটে রক্তাক্ত হন কঙ্গনা>
প্রসঙ্গত, নেটদুনিয়ার রোষানলে পড়ে, যদিও এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন প্রযোজক সুজয় ঘোষ। তবে, তাতেও চিঁড়ে ভেজেনি। কিন্তু এই প্রেক্ষিতে উল্লেখ করা প্রয়োজন, যাঁকে নিয়ে এত সমালোচনা, মানে অভিষেক, তিনি কিন্তু এই ‘বব বিশ্বাস’-এর চরিত্র আত্মস্থ করতে কম কসরত করেননি। ‘কাহানি’র আইকনিক এই চরিত্রকে পর্দায় যথাযথভাবে তুলে ধরতে বেজায় কাঠখড় পোড়াতে হয়েছে অভিষেক বচ্চনকে। খেয়ে-দেয়ে শরীরের ওজন বাড়িয়েছিলেন। এক ছা-পোষা মধ্যবিত্ত বাঙালির ভূমিকায় অভিনয় করার জন্য তাঁকে শারীরিক দৈর্ঘ্য-প্রস্থ বাড়াতে হয়েছিল। অভিষেক বলছেন, “বব বিশ্বাস-এর শুটিং যখন করছিলাম, তখন আমার ওজন একশোরও বেশি ছিল। শারীরিভাবে নিজেকে বদলাতে হয়েছিল পুরোপুরি।”
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/abhishek.jpg)
চাইলেই তো প্রস্থেটিকের সাহায্য নিতে পারতেন, নেননি কেন? এপ্রসঙ্গে অভিষেকের উত্তর, "প্রস্থেটিক ভুঁড়ি কি দেখতে খুব একটা ভাল লাগত? মোটেই নয়। বরং খুব, অবাস্তব কিছু মনে হত। দেখেই বোঝা যেত নকল। তাই শরীরের ওজন বাড়িয়ে ফেলেছিলাম। আমি যখন বব বিশ্বাস করছি, তখন ১০০-১০৫ কেজির মতো ওজন ছিল আমার। সেটা সিনেমায় আমার মুখ দেখলেই বোঝা যাবে। প্রস্থেটিক মেক-আপ ছাড়াই ঘাড়, গালের মাংস ফুলেছিল। আর ওই ওজন বাড়ার জন্য আরেকটা বিষয়ও আমাকে খুব সাহায্য করেছিল, সেটা হল, বব বিশ্বাসের শারীরিক ভাষা আয়ত্তে আনা"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন