/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/bob-biswas-759-1.jpg)
বব বিশ্বাস-এর শুটিং চলছে কলকাতায়। ফোটো-অভিষেক বচ্চনের টুইট
শুক্রবার টালিগঞ্জের করুণাময়ীর কাছে তপন সিংহ মেট্রো রেলওয়ে হাসপাতালে শুরু হয়েছিল 'বব বিশ্বাস'-এর শুটিং। সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। সে খবরও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খবর। ক্যাপশনে লিখেছিলেন, ''লাইটস। ক্যামেরা। নমস্কার! শুটিংয়ের প্রথম দিন।'' একটি ক্ল্যাপার বোর্ডের ছবিও দিয়েছেন জুনিয়র বচ্চন।
শাহরুখ খান, অভিষেকের টুইটকে রিটুইট করে বব বিশ্বাসের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি টুইটে লেখেন, ''তোমাদের প্রত্যেকের সঙ্গে না থাকতে পারাটা মিস করছি। তুমি আমার শহরে রয়েছ... খুব তাড়াতাড়ি এসে দেখা করছি। ছেলেমেয়েরা যেমন বলে... মেজর ফোমো হ্যাপেনিং? ঠিক? আনন্দ করে শুটিং কর।''
Missing being with u all. You in my city...will come and meet you soon. How do the kids say it...Major FOMO happening? Right?! Have a great shoot & enjoy the process. https://t.co/H4PplKtWWm
— Shah Rukh Khan (@iamsrk) January 24, 2020
আরও পড়ুন, সিনেম্যাটোগ্রাফি শিখতে চান প্রত্যুষা, জানালেন ক্যামেরা নিয়ে তাঁর প্যাশনের কথা
সুজয় ঘোষের থ্রিলার 'কাহানি'-তে বব বিশ্বাস হইচই ফেলে দিয়েছিল। শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল সেই চরিত্রে। এলআইসি এজেন্ট বব বিশ্বাস ঠান্ডা রক্তের সিরিয়াল কিলার। মোট ৪২ দিন শুটিং হবে কলকাতায়। প্রথম পর্যায়ে সাতদিন অভিষেক থাকবেন শহরে।
গতকালই 'বব বিশ্বাস'-এর শুটিং শুরু হয়েছে কলকাতায়। জনপ্রিয় চরিত্রের চেনা চশমা ও মোটোরোলা হ্যান্ডসেট পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। ২০১২ সালে 'কাহানি' ছবির চরিত্র বব বিশ্বাস।
সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট, সুজয় ঘোষের প্রোডাকশন হাউস বাউন্ড স্ক্রিপ্ট প্রোডাকশনের সঙ্গে জোট বেঁধে তৈরি করছেন 'বব বিশ্বাস'।