অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ( Deepika Padukone ) ভালবাসেন না এমন মানুষ খুব কম আছেন! আর এবার সেই তালিকাতেই জুরেছেন অভিষেক বচ্চন ( Abhishek Bachchan )? অন্তত দাসভি সিনেমার সেই সংলাপ তাই বলছে। মুখে মুচকি হাসি, চৌধুরীর ভূমিকায় অভিষেক বললেন দীপিকাকে সবাই ভালবাসে, ব্যাস তারপরেই গুঞ্জনের শুরু। সংলাপই বললেন, নাকি মনের কথা? দলবল নিয়েই কপিল শর্মা ( Kapil Sharma ) শোতে উপস্থিত ছিলেন অভিষেক, সেখানেই উত্থাপন হল এই ঘটনার।
Advertisment
কপিল নিজেও দীপিকার একনিষ্ঠ অন্ধ ভক্ত। তার চেহারার ভোল পাল্টে যায় দীপিকার নাম শুনলেই। যথারীতি অভিষেককে সামনে পেতেই জিজ্ঞেস করলেন, সেই লাইন - দীপিকাকে সকলেই ভালবাসে এটা স্ক্রিপ্টে ছিল নাকি নিজের মত করেই বলে দিয়েছিলেন? বিপদ বুঝেই অভিষেকের বক্তব্য, আরে না না! লেখাই ছিল, নইলে আমি অন্য কিছু বলে দিতাম। দিনের শেষে বাড়িতে ঢুকতে হয় কপিল। তার উত্তরে হেসে খুন সকলে।
Advertisment
বলাই বাহুল্য, স্ত্রী ঐশ্বর্যর ( Aishwarya Rai Bachchan ) ভয়েই একথা বলেন অভিষেক। তাহলে কী শান্তিতে প্রশংসা করতেও বাঁধে তাঁর? যদিও বা দীপিকার সঙ্গে খুব কম ছবিতেই অভিনয় করেছেন অভিষেক, তার মধ্যে একটি হ্যাপি নিউ ইয়ার।
প্রসঙ্গত, সিনেমাতে অভিষেক বচ্চন ছাড়াও দেখা গিয়েছে ইয়ামি গৌতম এবং নিমৃত কউরকে। পরিচালনা করেছেন তুষার জলোটা।