Advertisment

"রাজকে জেতান, বিশ্বাসঘাতকদের হারান", ব্যারাকপুরে রোড শো থেকে আর্জি অভিষেকের

রাজ চক্রবর্তীর হয়ে ব্যারাকপুরে গ্র্যান্ড রোড শো অভিষেকের, নজর কাড়ল 'ভ্রাতৃসুলভ আচরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
raj abhishek

আগামী ২২ এপ্রিল রাজ্যের ষষ্ঠ দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ভোটগ্রহণ হবে ব্যারাকপুরে (Barrackpore)। যে বিধানসভা কেন্দ্র থেকে কিনা এবার তৃণমূলের তুরুপের তাস রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সক্রিয় রাজনীতির ময়দানে নবাগত হলেও প্রার্থী হওয়ার পর থেকেদলের অগ্রজ ডেরেক ও ব্রায়েনের কাছ থেকে রাজনৈতিক ময়দানের কৌশলী শিখে বেজায় কেতাদুরস্ত হয়ে উঠেছেন। ভোটপ্রচারের ময়দানে ব্যারাকপুরবাসীর সঙ্গে জনসংযোগ করতে কোনওরকম কসরতই ছাড়েননি। পৌঁছে গিয়েছেন আম-জনতার দুয়ারে দুয়ারে। অর্জুন সিং(Arjun Singh)-গড়ে ঘাসফুল টিকিয়ে রাখার লড়াইটা চ্যালেঞ্জিং হলেও বিরোধী শিবিরকে হুঁশিয়ারি দেগেছিলেন যে, "ব্যারাকপুর জিতে দিদিকে উপহার দেবেন।" অতঃপর একুশের ভোট-রণক্ষেত্রে লক্ষ্যে অবিচল তৃণমূলের তারকা প্রার্থী। এবার আগামী দফায় ভোটবাক্সে ভাগ্যগণনার পরীক্ষা। সেই প্রেক্ষিতেই শুক্রবার ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর হয়ে গ্র্যান্ড রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রচারের মাঝেই আমজনতার উদ্দেশে বললেন, "রাজ চক্রবর্তীকে জেতান, বিশ্বাসঘাতকদের হারান।"

Advertisment

ব্যারাকপুর বিধানসভার চিড়িয়ামোড় থেকে ঘুসি পাড়া মোড় পর্যন্ত জমজমাট এই রোড শোতে অংশ নিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। পদ্ম শিবিরের অর্জুন-পিচে রাজ কিংবা অভিষেকের জনপ্রিয়তা কতটা, ঠাহর করা গেল সেই মিছিলেই। প্রচার-গাড়িতে তারকা-প্রার্থীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃসুলভ আচরণও চোখে পড়ল। রোড শো জয় বাংলা স্লোগানে উত্তাল। নেপথ্যে ঝড় তুলল 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানও। ব্যারাকপুরবাসীর কাছে তৃণমূলপ্রার্থী রাজ চক্রবর্তীর হয়ে ভোটপ্রার্থনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, অর্জুন সিং (Arjun Singh)-গড়ের পালে বিজেপির হাওয়া। প্রতিপক্ষ বিজেপি (BJP) প্রার্থী চন্দ্রমণি শুক্লা। মাস খানেক আগেই যাঁর ছেলে খুন হয়েছেন। সেই ‘মণীশ শুক্লা হত্যাকাণ্ডে’র আবেগও ব্যারাকপুরের আসন জিততে পদ্ম শিবিরের হাতিয়ার হতে পারে। কিন্তু প্রথমবার বিধানসভা নির্বাচনী প্রার্থী হয়েও সম্মুখ সমরে নির্ভীক রাজ চক্রবর্তী। অর্জুন-গড়ের আসন জিততে একশো শতাংশ আত্মবিশ্বাসীও বটে! তাই মমতা শিবিরের তারকা প্রার্থীর মন্তব্য, “১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জিত নিশ্চিত।” তবে শেষমেশ জয়ের হাসি কি হাসতে পারবেন রাজ চক্রবর্তী? উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই।

abhishek banerjee Raj Chakraborty Barrackpore bjp West Bengal Assembly Election 2021
Advertisment