Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek Bose New Relationship: সুরভীর সঙ্গে সম্পর্কে ভাঙন, 'ফুলকি'র শার্লির প্রেমে মজেছেন অভিষেক? নায়িকা জবাবে বলেন...

Abhishek Bose broke up with surabhi: অভিষেক বোসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ফুলকি ধারাবাহিকের আরেক সদস্য শার্লি মোদক। তিনি নিজেও তাঁর বহু পুরোনো সম্পর্ককে আলবিদা জানিয়েছেন। এবং দুই ভাঙ্গা মনের দুঃখ…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
surabhi abhishek

Abhishek Bose: নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিষেক?

Abhishek Bose Broke up with Surabhi Mullick: টলিপাড়ার বুকে সম্পর্কের ভাঙাগড়ার খেলা নেহাতই নতুন কথা নয়। এক সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটি সম্পর্কে মন দেওয়ার ঘটনাও নতুন না। এবার নাকি ইন্ডাস্ট্রির বুকে ঠিক এরকম ঘটনাই ঘটেছে? ছোটপর্দার অভিনেতা অভিষেক বোসকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

Advertisment

কানাঘুষো শোনা যাচ্ছে অভিষেকের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়েছে তাঁর প্রেমিকা সুরভী মল্লিকের? দুজনে অনেকদিন সম্পর্কে ছিলেন। সমাজ মাধ্যমে নানা পোস্ট দেখা যেত তাদের। সোহাগে ভালবাসায় আদরে বেশ দিব্যি ছিলেন তাঁরা। তাহলে হল কী? সোশ্যাল মিডিয়ার পাতা বলছে অনেক ছবিও তাঁরা মুছে ফেলেছেন। তবে, বেশ কিছু ছবি রয়েও গিয়েছে। কিন্তু, প্রেমে তাঁরা ইতি টেনেছেন, এমন কথাও শোনা যাচ্ছে। খবর ছিল, এবছর ডিসেম্বরেই তাঁরা বিয়ে করবেন। সেসব আজ অতীত। 

এরই মাঝে খবর, অভিষেক বোসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ফুলকি ধারাবাহিকের আরেক সদস্য শার্লি মোদক। তিনি নিজেও তাঁর বহু পুরোনো সম্পর্ককে আলবিদা জানিয়েছেন। এবং দুই ভাঙ্গা মনের দুঃখ একে অপরের থেকে ভাল আর কে জানে? সেসব নিয়েই চলছে আলোচনা। শার্লি এবং অভিষেক সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন? সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কী বললেন?

শার্লি যিনি ফুলকি ধারাবাহিকে অভিষেকের সঙ্গে একই ফ্লোরে কাজ করেন, তিনি এহেন সম্পর্কের গুজব নিয়ে মুখ খুলতে নারাজ। অভিনেত্রীর কাছে এই নিয়ে জানতে চাইলে, তিনি সাফ সাফ না করে দেন এই প্রসঙ্গে। অভিষেকের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন...

"সত্যি বলতে গেলে এখন আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই বলতে চাইনা। প্রেম নিয়ে এখন প্রকাশ্যে কিছু বলা ঠিক না। কাজ এবং কেরিয়ার এখন আমার মূল লক্ষ্য। ছোট ছিলাম যখন প্রেম করেছি, কারওর থেকে কিছু লুকিয়ে রাখি নি। এখন না তাই বলে। এখন আমি অনেক পরিণত। সঠিক কোনও সেটেলমেন্ট না হলে এখনই কোনও কিছু জানাতে চাই না। কাউকে কনফিউজ করে কি লাভ আছে? নতুন সম্পর্কে আছি কিনা, এখনই জানাতে চাই না।"

সোজাসুজি কিছু না বললেও এমন ইঙ্গিতে এটুকু পরিষ্কার  "কুছ তো জরুর হ্যায়.."। সম্পর্কে স্বীকারোক্তি না দিলেও এমন কিছু বলেন, যাতে সন্দেহ জিইয়ে রেখেছেন তিনি। অন্যদিকে, অভিষেক নিজেও এই বিষয়ে কিছুই বলেননি। যদিও, তাঁর সমাজ মাধ্যমের পাতায় সুরভীর সঙ্গে ছবি প্রায় নেইই। কিন্তু সুরভী আজও রেখেছেন বেশ কয়েকটা ছবি।

 

 

Bengali Serial tollywood news Tollywood Television star tollywood Tollywood Actress
Advertisment