Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek Chatterjee Daughter Doll: বাবা নিজে হাতেই যেন গুছিয়ে দিলেন কেরিয়ার, জনপ্রিয় ধারাবাহিকে প্রয়াত অভিষেকের মেয়ে ডল?

দীর্ঘদিন ধরে চলছে একটি সিরিয়াল, এবার অনুরাগের ছোঁয়ার সঙ্গী হতে চলেছেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা ডল। শুটিং শুরু হয়েছে। তবে কোন চরিত্র তাকে দেখা হতে চলেছে এখনই সেটা জানা যাচ্ছে না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
abhishek2

Abhishek Chatterjee daughter: সিরিয়ালে ডেবিউ করছে ডল?

বাবা যেন সত্যিই নিজের হাতে মেয়ের ক্যারিয়ারটা গুছিয়ে দিলেন। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে, ডল পা রাখতে চলেছে টলিউডে। শুরু করেছেন শুটিং।

Advertisment

খুব জনপ্রিয় একটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতেই প্রথম দেখা যাবে ডলকে। এই ধারাবাহিককে প্রথম ক্যামেরার মুখোমুখি হতে চলেছেন তিনি। এক সময় বাবা সিনেপর্দা কাঁপিয়েছেন, এখন মেয়ে কতটা সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে পারেন, সেটাই দেখার। অভিষেক এবং সংযুক্তার মেয়ে ডল যে এই বয়সে অভিনয় আসতে পারেন যেন ভাবতেই পারেনি কেউ। নবম শ্রেণীতে পড়া ছোট্ট মেয়েটি শুটিং ফ্লোরে গিয়ে সেটাকে পরিবার বানিয়ে ফেলেছে।

প্রয়াত অভিনেতার স্ত্রী নিজের মুখে জানিয়েছেন সেসব কথা। মেয়ে যে এত সহজে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে এবং ফ্লোরকে নিজের পরিবারের মত জায়গা করে দিতে পারবে, এই মিলমিশ দেখে বেশ অবাক সংযুক্তা। তিনি জানান, "ডল যা করবে, সেটাই মেনে নেব। ওর অভিনয়ে আসা শুধু আমাদের ইচ্ছে নয় বরং ওর ইচ্ছা। তাই যখন সুযোগ এলো আমরা আর না করিনি।" বরং দায়িত্ববান মা হিসেবে স্কুলে গিয়ে মেয়ে শিক্ষিকাদের সাথে আলোচনা করে, এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন।

আরও পড়ুন  -  Dev Selling Tickets: এটাই দেখার বাকি ছিল? টেক্কার প্রমোশনের খাতিরে টিকিট বিক্রি করছেন হার্টথ্রব দেব

কিন্তু এই সুযোগ হলো কী করে? অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে বলে কি এত সহজে সুযোগ পেয়ে গেলেন ডল? সংযুক্তা জানিয়েছেন, কোনদিন আমরা কাউকে বলিনি ডল অভিনয় আসবে। সেই কারণে একটু অবাকই হয়েছিলেন। কিন্তু মেয়েকে শুটিং ফ্লোরে নিয়ে যাওয়ার পর দেখলেন, প্রথম লুকে মেয়ে যেভাবে সংলাপ বললেন, তা অনন্য। একবারে পাশ হয়ে যায় ডল। মেয়ের সংলাপ বলার ধরণ দেখে তারা ভাবলেন, হয়তো প্রয়াত অভিনেতা এবং ডলের বাবা নিজের হাতেই মেয়ের ক্যারিয়ারটা গুছিয়ে দিলেন।

দীর্ঘ অনেক বছর ধরে চলছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকে চলার পথে মাঝখানে যোগ দিয়েছেন অনেক অভিনেতা আবার অনেক অভিনেতার হাত ছুটে গিয়েছে এই সিরিয়াল থেকে। মাঝখানে অর্জুন চক্রবর্তীকে দেখা যাচ্ছিল এই শোয়ে। আর এবার অভিষেকের কন্যা। তবে এ কথা ভোলার নয়, অভিসার চট্টোপাধ্যায়ের নিজেও কিন্তু এই চ্যানেলের অনেক সিরিয়ালে যুক্ত ছিলেন।

 

tollywood Tollywood Shooting Abhishek Chatterjee tollywood news
Advertisment