টলিপাড়ার তারকাদের মধ্যে যাদের বাড়ির কালীপুজো বিখ্যাত, তাঁদের মধ্যে অন্যতম প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো। অভিনেতার পর তাঁর স্ত্রী এবং মেয়ে দুজনেই সামলে আসেন বাড়ির পুজো। নিয়ম মেনে সবটাই হয়।
এবারও তাঁর ব্যতিক্রম না। স্ত্রী সংযুক্তা এবং মেয়ে সাইনা দুজনে মিলে মাতৃ আরাধনার আয়োজন করলেন। সাইনা এখন টলিপাড়ার অভিনেত্রী। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। আর গতকালের পুজো নিয়ে এবার মেয়ে সাইনা নানা কথা বললেন....
তাঁর পরিবার পুজোয় বিশ্বাস করে, দীর্ঘ ২৫ বছর ধরে হচ্ছে পুজো। বাবা যে সবসময় তাঁর কাছে আছে, এটাই বিশ্বাস করেন তিনি। সবাই মিলে এই পুজোয় সহযোগিতা করেন। পরনে বেগুনি রঙের শাড়ি, সাইনা যে অনেকটাই বড় হয়েছে সেটা তাঁকে দেখলেই বোঝা যাচ্ছে।
সদ্য অভিনয়ে পা রাখা অভিনেত্রী বলেন, আমার ড্রেসিং বেশিরভাগটাই মায়ের তৈরি করে দেওয়া, আজকের শাড়িটাও মা পড়িয়ে দিয়েছেন। কিন্তু... সাইনাকে নানা কারণে ট্রোল হতে হল। বাচ্চা মেয়েটির কথা বলার ধরণ থেকে শাড়ি পড়ার স্টাইল সবেতেই বেশিরভাগ ত্রুটি খুঁজে বের করলেন।
সাইনার আড়ষ্ট বাংলা উচ্চারণ দেখেই তাঁর বাবার প্রসঙ্গ টেনে আনলেন বাকিরা। কেউ বললেন, তোমার বাবা দারুণ বাংলা বলতেন, ইন্ডাস্ট্রিতে এসেছো, আগে বাংলাটা শেখ। আবার কেউ বললেন, এমন যদি বাংলা বলার ধরন হয়, তবে অভিনয় করতে হবে না। আবার কারওর কথায়, এত বাজে ভাবে বাংলা না বললেই নয়, অভিষেক বাবুর মেয়ে বলে টলিউডে সুযোগ হয়ে গেল।
এখানেই শেষ না। তাঁর শাড়ি পড়ার ধরণ দেখেই কেউ কেউ একটু অবাক হলেন। আঁচল কাঁধ থেকে একটু সরতেই বাচ্চা মেয়েটিকে যেভাবে কথা শোনানো হল, কেউ বলেন, আগে শাড়ি পড়তে শেখ, তারপর কথা বল। আবার কেউ বলেন, শাড়ি তো পড়ে যাচ্ছে, তুমি তো নিতান্তই ছোট না।