scorecardresearch

৫৯তম জন্মদিন অভিষেকের, বাবাকে চকলেট কেক খাইয়েই মুহূর্ত উদযাপন মেয়ে ডলের

আর কী কী আয়োজন করেছিলেন স্ত্রী সংযুক্তা?

abhishek chatterjee, abhishek chatterjee death, abhishek chatterjee birthday today, অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিন, অভিষেক চট্টোপাধ্যায়, tollywood news, tolly news
অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিন

বাবার জন্মদিন বলে কথা, এটুকু আয়োজন না করলে হয়? অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিনে বাবাকে কেক কেটে খাওয়ালো মেয়ে ডল। ছোট আয়োজনেই অভিনেতার ৫৯তম জন্মদিন পালন করলেন তাঁর স্ত্রী এবং মেয়ে।

কিছুদিন আগেই তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে নানা আয়োজন করেছিলেন সংযুক্তা। অভিষেকের কথামতই, মাছ মাংস এবং নানা আইটেম রান্না করে খাওয়ানো হয়েছিল। এবারের জন্মদিন একটু অন্যরকমভাবেই পালন করেছেন দুজনে। সকাল হতেই, কেক এসেছিল। চকলেট ফ্লেভারের সেই কেক কেটে বাবাকে খাওয়ালেন মেয়ে ডল। যদিও, কেকটি যে আসবে একথা জানতেন না তাঁরা কেউ।

অনেকেই প্রয়াত অভিনেতাকে শুভ জন্মদিন জানিয়েছেন। মেয়ে ডল যে শুধু বাবার ছবিতে কেক খাওয়ালেন এমনটাই নয়, বরং হাসিমুখে ছবিও তুললেন তাঁরা। চারিদিকে অভিষেকের স্মৃতি ছড়িয়ে রয়েছে। এমন প্রাণোচ্ছল মানুষ যে আর নেই, যেন বিশ্বাস করতে পারেন না কেউই। বরাবরই, আনন্দ – আয়োজন করতে তিনি ভালবাসেন। বাড়িয়ে সব পুজো হত। নিজে হাতে সেসবের আয়োজন করতেন তিনি। রান্না করতে ভালবাসতেন।

উল্লেখ্য, আজ অভিনেতার জন্মদিনে এক নিদারুণ উদ্যোগ নিয়েছিলেন সংযুক্তা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, দুটি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সেসব বাচ্চাদের চকলেট, পেনসিল দিতে যাবেন। আর সন্ধেবেলা জন্মদিন পালন করবেন পরিবারের সঙ্গেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Abhishek chatterjee wife sanjukta celebrated his birthday