scorecardresearch

সোনাদা-ফেলুদা অতীত, দুহাতে দুই পিস্তল! আবীর এবার ‘গোয়েন্দা’ দীপকের ভূমিকায়

আবীরের নতুন করে রহস্য উন্মোচনের পালা, ফের গোয়েন্দা হিসেবে দেখা যাবে তাঁকে

abir chatterjee, আবীর চট্টোপাধ্যায়, আবীর, abir chatterjee as ditective, abir new film, আবীরের নতুন ছবি
আবীরের নতুন ছবি

বাঙালির মধ্যে গোয়েন্দা স্বভাবের যেমন খামতি নেই, তেমনই বাঙালি রহস্যের গন্ধ পেলেই দে দৌড়। সিনেমার ক্ষেত্রেও কিন্তু রহস্য তাঁদের পাগল করে তোলে। ব্যোমকেশ, থেকে ফেলুদা কিংবা মিতিন মাসি…সবসময়ই গোয়েন্দা চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারে বাংলার মানুষ। এবার, সেই কারণেই আবীর আসছেন সম্পূর্ন নতুন রূপে। আবির এবার, দীপক গোয়েন্দা!

নতুন গল্পে নতুনভাবে রহস্যের সমাধান করবেন আবীর। শুধু তাই নয়, চরিত্র থেকে পরিচালক সবই নতুন। দীপক চট্টোপাধ্যায় হিসেবে দেখা যাবে আবীরকে। পরিচালক ইন্দুবালার কান্ডারী দেবালয় ভট্টাচার্য। গোয়েন্দা হিসেবে আবীরের জুড়ি মেলা ভার। তিনি, টলিপাড়ার অন্যতম প্রিয় গোয়েন্দা। ফেলুদা, কিংবা সত্যান্বেষী ব্যোমকেশ হিসেবে তিনি সদাই সকলের প্রিয়। এবার দীপক হিসেবে আত্মপ্রকাশ করার পালা। নতুন চরিত্রের কারণে বেজায় উচ্ছ্বসিত অভিনেতা।

রহস্য রোমাঞ্চ লেখক স্বপন কুমারের ‘বাদামী হায়নার কবলের’ ওপর ভিত্তি করেই এই ছবি বানাতে চলেছেন দেবালয়। বড়পর্দায় এই সিনেমা আসতে চলেছে, ফলেই প্ল্যানিং রয়েছে বিরাট। তবে, গোয়েন্দা চরিত্রে আবীরকে নতুনভাবেই দেখা যাবে, তথাকথিত যেমন হয় গোয়েন্দা সেইভাবে নয়। ইন্দুবালার পর আবারও এক বিরাট চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন তিনি। শুভশ্রী অভিনীত এই সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই, আর এক মুহুর্ত দেরি নয়, নতুন কাজে হাত দিয়েছেন তিনি।

আবীর এই ছবির পোস্টার শেয়ার করেই লিখলেন, “নস্টালজিয়ায় ভরপুর এক গল্প। আসছে দীপক চ্যাটার্জি, দুইহাতে দুটো পিস্তল এবং একহাতে টর্চ। অভিনেতার লুক যে চাঞ্চল্য সৃষ্টি করতে চলেছে একথা বলাই যায়”।

উল্লেখ্য, বাচস্পতি ভাদুড়ির চরিত্রে তাক লাগিয়েছেন আবীর। ফাটাফাটিতে তাঁর স্ক্রিন অ্যাপিয়ারেন্স দেখে মুগ্ধ সকলে। সোনা দা, ফেলুদার পর এবার দীপক, কীভাবে নিজেকে তৈরি করেন আবীর, এটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Abir chatterjee for new detective movie with director debalay bhattacharyya