Advertisment
Presenting Partner
Desktop GIF

পুরুষ ইগো, হিরোদের মানসিকতা বদলানোর চেষ্টা শুধু! কী করতে চাইছেন আবির চট্টোপাধ্যায়?

ইন্ডাস্ট্রিতে কী ঘটছে, হিরোদের নিয়ে এ কী বললেন আবির?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
abir chatterjee, abir chatterjee news, abir in fatafati, আবির চট্টোপাধ্যায়, abir in women centric film, fatafati movie songs, আবিরের নতুন ছবি, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

আবির চট্টোপাধ্যায়...

হিরোকেন্দ্রিক ছবি, যেখানে ফাইট করবেন একজন হিরো.. নায়িকাকে বাঁচাবেন একজন হিরো, তথাকথিত ঈশ্বরের সমান একজন হিরোকে আজীবন ট্রিট করা হয়েছে। কিন্তু, বর্তমানে সেই কাঁচ অনেকটাই ভেঙেছে। তথাকথিত, নামজাদা হিরোরা নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করছেন। তাঁর মধ্যে অন্যতম আবির চট্টোপাধ্যায়।

Advertisment

কিছুদিন আগেই ফাটাফাটি ছবিতে দুর্দান্ত চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। বাচস্পতি স্বামী হিসেবে কতটা উন্মুক্ত মনের এবং জোরালো সেই কথাই বারবার পর্দায় প্রকাশ পেয়েছে। কিন্তু, আবির চট্টোপাধ্যায় মানেই একজন হিরো। ব্যোমকেশ হিসেবে বেজায় জনপ্রিয়, যেখানে আর পাঁচজন অভিনেতা সহজে নারীকেন্দ্রিক ছবিতে কাজ করতে অন্তত দশবার ভাবেন, সেখানে হিরো আবিরের নিজের পুরুষ সত্ত্বা নিয়ে ভয় হয় না?

আরও পড়ুন < ব্যোমকেশের পর ফেলুদা! রহস্যের গন্ধ গায়ে লাগতেই নতুন ছক কষছেন দেব? >

সম্প্রতি, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "মাঝে মাঝে হিরো সুলভ মেল ইগো আসতেই পারে। তবে, আমি সবসময় জনগণের ভাবনা চিন্তা কী হবে সেই অনুযায়ী স্ক্রিপ্ট শুনি। এই দুনিয়ায় এখন বিশেষ করে কনটেন্ট এর অভাব নেই। সেখানে দাঁড়িয়ে একজন মানুষকে নতুন কিছু দিয়ে ১০ মিনিট আটকে রাখা সম্ভব না। এবার আসি চরিত্রে, যেভাবে আমার চরিত্রটা বর্ণনা করা হয় সেটি অনবদ্য। তাই আমি এই চরিত্রের জন্য হ্যাঁ বলি।"

ভীষণ, সাধারণ একজন মানুষ, গ্রামের আর পাঁচজন যেমন হয়। বিশেষ করে ফুল্লোরাকে সাহস জোগানোর ক্ষেত্রে কোনও কমতি ছিল না বাচস্পতির। স্ত্রীর সমস্ত স্বপ্ন পূরণ করাই ছিল লক্ষ্য। আবির বলেন, "আমি মন থেকে বলছি, একটা গড়পড়তা বিষয় আছে না হিরোদের নিয়ে। আমি ওটা ভাঙার চেষ্টা করছি। হিরোরা যারা নারীকেন্দ্রিক সিনেমায় আসতে চায় না, আমি তাদের মনের ওই দিকটা ভাঙতে চাইছি। আমার তো কোনও গিলটি নেই যে এই ছবিতে কাজ করেছি আমি।"

tollywood Abir Chatterjee Entertainment News
Advertisment