Advertisment
Presenting Partner
Desktop GIF

Abir Chatterjee-Mimi Chakraborty: পয়সার জন্যই সারেগামাপায় ফিরলেন আবির! মিমি মুখ খুলতেই থামিয়ে দিলেন কেন?

Abir Chatterjee to Mimi chakraborty: কী এমন বলে ফেললেন মিমি, যে আবির চুপ করাতে বাধ্য হলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
abir Chatterjee returns to saregamapa shared a poszt while mimi Chakraborty reacted

আবির কেন চুপ করালেন মিমিকে?

জি বাংলা সারেগামাপা নিয়ে নানা আলোচনা ছিল তুঙ্গে। আবির চট্টোপাধ্যায়ের জায়গায় অনির্বাণ ভট্টাচার্যকে দেখে কেউ কেউ যেমন খুশি হয়েছিলেন, তেমনই আবার কেউ কেউ নানা কোথাও বলেছিলেন। যদিও শেষ কিছুদিন অনির্বাণের গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

কিন্তু, আবিরের এতদিনের অভিজ্ঞতাই তাঁকে আবার চেনা জায়গা ফিরিয়ে দিল। সারেগামাপার মঞ্চে ফিরলেন আবির। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেখবর। ছবি আপলোড করে তিনি লিখলেন… ফের আবার শুরু হল। মিউজিকের নতুন যাত্রাপথ ফের আবার শুরু।

নতুনভাবে যখন সারেগামাপার ঘোষণা হয়, তখন আবির নিজেই প্রোমোশন শুট করেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল। তারপর, হঠাৎ করেই জানা গেল, অনির্বাণ সঞ্চালনা করছেন। যদিও, সেসব ঘটনা অতীত। আবির ফিরেছেন জায়গায়।

আর তাঁকে ফিরতে দেখে মিমি চক্রবর্তী যা মন্তব্য করে বসলেন, তাতে অবাক হতে হয়। পয়সা যে সবকিছু বদলাতে পারে, একথা অনেকেই বিশ্বাস করতে বাধ্য হবে। তবে, এবার মিমি যে আবিরকে প্রকাশ্যে এমন কিছু বলবেন, আবির যেন নিজেও বিশ্বাস করতে পারেননি।

আবিরের পোস্টে গিয়ে মিমি কিছু না বললেও ইমোজি দিয়েই জানালেন, পয়সাই সব। আর আবির? বন্ধুর এই মন্তব্যে তিনি চুপ থাকতে নির্দেশ দিলেন। তাহলে কি এই ঘটনাই সত্যি? কিন্তু, এই বিষয়ে কিছুই জানা যায়নি।

mimi chakrabarty Abir Chatterjee tollywood Entertainment News
Advertisment