/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/roni.jpg)
আক্রান্ত রনি
বিপদ যেন পিছু ছাড়ছে না। একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আবার তারপরই খুনের অভিযোগ, আক্রান্ত বাংলাদেশের তথা এই বাংলার জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। কী হয়ছে আসলে?
বাংলাদেশের নাটোরের এক এলাকায় ঘটেছে এই ঘটনা। আবু হেনা রনি সহ আরও চারজনের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। রনি দাবি করেন, তাঁর সঙ্গে আরও যারা ছিলেন সকলের ওপর হামলা করা হয়। সেখান থেকে কোনমতে দৌড়ে পালিয়ে আসেন তাঁরা। নাহলে প্রাণে মেরে ফেলা হত তাদের। কে বা কারা অথবা ঠিক কী কারণে এই কান্ড ঘটিয়েছেন সেই প্রসঙ্গে কিছুই জানা যায় নি।
রনির ওপর হামলা হতেই নড়েচড়ে বসেছে নাটোরের গুরুদাসপুর এলাকার পুলিশ। একটি সিনেমা হলের সামনেই ঘটেছে এই ঘটনা। গুরুদাসপুর থানার ওসির বয়ান অনুযায়ী, রনি নিজেই থানায় এসে অভিযোগ দায়ের করেন। ঘটনার আঁচ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, রনি বাংলাদেশের একজন গর্ব! তারওপর এহেন হামলা নিতান্তই দৃষ্টিকটু বলে উল্লেখ করেছেন তিনি।
গতবছর, এক অনুষ্ঠানে গিয়ে গ্যাস বেলুন ফেটে গুরুয়ম জখম হয়েছিলেন রনি। দীর্ঘদিনের চিকিৎসার পরই সুস্থ হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক ভয়ঙ্কর ঘটনা। কৌতুকাভিনেতা নিজেও ভয়েও ত্রস্ত।