Advertisment

ফের সেরা আঞ্চলিক ছবির সম্মান পেল 'অব্যক্ত'

ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা। উত্তর কলকাতার বনেদি বাড়ির বউ সাথী। চরিত্রটার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আর অ্যাডেড ফ্যাক্টর অবশ্যই আদিল হুসেন। আদিলের চরিত্রের নাম রুদ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Arpita-Chatterjee

অব্যক্ত- ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়।

পরিচালক অর্জুন দত্তর প্রথম ফিচার ছবি 'অব্যক্ত'। কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল অর্পিতা চট্টোপাধ্যায় ও আদিল হুসেন অভিনীত এই ছবি। এবার আরও একটি পালক জুড়ব 'অব্যক্ত'র টুপিতে। ইন্দো-জার্মান ফিল্ম উইকে সেরা আঞ্চলিক ছবির সম্মান পেয়েছে 'অব্যক্ত'। আদিল হুসেন এজিন টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ছবির টিমকে।

Advertisment

মা ও ছেলের গল্প বলবে অব্যক্তর চিত্রনাট্য। এক মা-ছেলের সম্পর্কের অদ্ভুত টানাপোড়েনের কাহিনি। ইন্দ্রর জীবনের ওঠাপড়ার সঙ্গে কীভাবে জড়িয়ে যায় তার মা সাথী, বাবা কৌশিক ও প্রিয় কাকু রুদ্রর জীবনের গতিপথ, তাই নিয়েই তৈরি হয়েছে এ ছবির প্লট। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা। উত্তর কলকাতার বনেদি বাড়ির বউ সাথী। চরিত্রটার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আর অ্যাডেড ফ্যাক্টর অবশ্যই আদিল হুসেন। আদিলের চরিত্রের নাম রুদ্র।

আরও পড়ুন, বিয়ের পাঁচবছরের মধ্যেই ডিভোর্স দিয়া মির্জার! বিচ্ছেদ-রহস্য নিয়ে তোলপাড় বলিউড

সিনেমায় অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলের ভূমিকায় রয়েছে অনুভব কাঞ্জিলাল। আর সত্যান্বেষীর পর আবার পর্দায় ফিরেছেন অনির্বাণ ঘোষ। এর আগে পরিচালক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অব্যক্ত নিয়ে জানিয়েছিলেন, ”আদিল হুসেনের সঙ্গে কাজ করাটাই শিক্ষণীয়। আর অর্পিতা? ‘‘ওঁকে মাথায় রেখেই তো স্ক্রিপ্ট বানানো’’।

ছবিটি মুক্তি পাওয়ার পর প্রায় ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল 'অব্যক্ত'। আগামী নভেম্বরে কলকাতায় মুক্তি পাওয়ার কথা অর্জুন দত্তর এই ছবি।

tollywood Bengali Cinema arpita chatterjee
Advertisment