Advertisment
Presenting Partner
Desktop GIF

বিতর্কের মুখে নয়া পরিকল্পনা অস্কারের, সম্প্রচারিত হবে সম্পূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

শুক্রবার দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচারস, আর্টস এন্ড সায়েন্সেস জানিয়েছিল, ব্যবসায়িক বিজ্ঞাপনের কারণে এবছর অস্কারের চারটি বিভাগে পুরস্কার প্রদান সম্প্রচারিত করবে না তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
91st Academy Awards

ফোটো-দ্য অ্যাকাডেমির টুইটার সৌজন্যে।

নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হল টিম অস্কার। শুক্রবার দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচারস, আর্টস এন্ড সায়েন্সেস জানিয়েছিল, ব্যবসায়িক বিজ্ঞাপনের কারণে এবছর অস্কারের চারটি বিভাগে পুরস্কার প্রদান সম্প্রচারিত করবে না তারা। কিন্তু এখন জানা গেছে, চারটি নয়, পুরো ২৪ টি বিভাগের পুরস্কার বিতরণই লাইভ দেখানো হবে।

Advertisment

একটি বিবৃতিতে অস্কার কর্তৃপক্ষ জানিয়েছেন, ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারী। সোমবার অ্যাকাডেমির তরফে জানানো হয়েছিল, সিনেমাটোগ্রাফি, সিনেমা সম্পাদনা, মেকআপ ও হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার প্রদানের সম্প্রচার টেলিভিশনে দেখা যাবে না। তিন ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করেছিল অ্যাকাডেমি।

আরও পড়ুন, রক্তাক্ত ভূস্বর্গ, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা বলি-টলি তারকাদের

তবে অ্যাকাডেমি কর্তৃপক্ষ এটা ঘোষণা করেন নি যে, শোয়ের সম্পূর্ণ সম্প্রচার করলেও তিন ঘন্টার সময়সীমা বাড়বে কিনা। বুধবার আমেরিকান সোসাইটি অফ সিনেমাটোগ্রাফি অ্যাকাডেমি টিমকে মার্টিন স্করসিসি, ব্র্যাড পিট সহ অন্যান্যদের সই করা খোলা চিঠি দেন। তাঁরা এই সিদ্ধান্তকে সিনেম্যাটিক আর্টসের অপমান বলে অভিহিত করেন।

এবছর অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেভিন হার্ট, যার মূলে রয়েছে তাঁর সমকামিতা-বিরোধী টুইট, যদিও পরে এর জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন এই কমেডিয়ান। শেষমেশ অস্কারের সঞ্চালনা থেকে বিদায় নেন তিনি। তার অস্তিত্বের ৯১ বছরে এই নিয়ে পাঁচবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সঞ্চালক বিহীন হল। এছাড়াও প্রথমে জানানো হয়েছিল, কেবলমাত্র অস্কার প্রাপক গানটিই মঞ্চে উপস্থাপন করা যাবে, কিন্তু পরে বলা হয়, মনোনয়ন পাওয়া সব গানগুলিই অস্কার মঞ্চে গাওয়া হবে।

জনপ্রিয় মেকআপ আর্টিস্ট লয়িস বারওয়েল ফিল্ম অ্যাকাডেমি বোর্ডের গভর্নর, শুক্রবার অস্কারের সিদ্ধান্ত পরিবর্তনকে "ইভলভিং প্রসেস" আখ্যা দিয়েছেন।

Read the full story in English

hollywood
Advertisment