Advertisment
Presenting Partner
Desktop GIF

ব্যাংকে 'গুরুতর হেনস্থার' শিকার অ্যাসিড আক্রান্ত! অভিযোগ করলেন শাহরুখের কাছে..

অ্যাসিড আক্রান্তদের পাশে থাকেন শাহরুখ, এবার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan, srk, srk jawan, shah rukh khan wth acid attack victim, shah rukh khan meer foundation, shah rukh khan jawan release, shah rukh khan acid victim rescue, শাহরুখ খান, অ্যাসিড আক্রান্ত মেয়েরা, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news

পাশে দাঁড়ালেন শাহরুখ?

সাধারণ জীবনে মানুষকে কতকিছুই না সহ্য করতে হয়, আর তারপর যদি কেউ হয় অ্যাসিড আক্রান্ত, তাহলে তাঁর দিকে মানুষের মনোভাব যেমন ভিন্ন তেমনই সমাজের নজরে তাঁদের অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়। তেমনই এক ভয়ঙ্কর সমস্যার শিকার হলেন অ্যাসিড ভিকটিম প্রজ্ঞা। ব্যাংকে হেনস্থার শিকার তিনি, অভিযোগ করলেন শাহরুখের কাছে।

Advertisment

শাহরুখের মীর ফাউন্ডেশন বিখ্যাত নারীদের তথা, অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের হয়ে কাজ করায়। তিনি নিজেও তাঁদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। অসুবিধার কথা জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন শাহরুখ। এবার কি প্রজ্ঞার পাশে দাঁড়াবেন তিনি? শাহরুখের কাছেই অভিযোগ করলেন তিনি। ব্যাংকে অসুবিধার শিকার হতেই আওয়াজ তুললেন।

আরও পড়ুন < প্রকাশ্যে শুটিং সেটে ঠ্যাং তুলে দিচ্ছেন মিঠুন! কিসের লোভে? >

অ্যাসিড আক্রান্ত তিনি। নানা সমস্যা রয়েছে। সহজে ফেলতে পারেন না চোখের পাতা। অনলাইন কে ওয়াই সি ভেরিফিকেশন করার সময়ই চোখের পাতা পড়ছিল না তাঁর। ফলেই ব্যাংক একাউন্ট খুলতে দেওয়া হয়নি তাঁকে। ব্যাংক থেকেই নাকোচ করে দেওয়া হয়েছে তাঁর অনুরোধ। জীবন যেন দুর্বিষহ! এত সমস্যা আর নিতে পারছেন না। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন...

"আমরা অ্যাসিড আক্রান্ত বলে, সাধারণ জীবন বাঁচার অধিকার নেই আমাদের? একটা সুস্থ জীবন তো আমিও আশা করি। এটা খুব হতাশার যে শুধু চোখের পাতা ফেলতে পারি না বলে অনলাইন কে ওয়াই সি প্রসেসিংয়ের সময় আমায় বাদ দেওয়া হবে। শুধুমাত্র এইকারনে আমার ব্যাংক একাউন্ট খুলল না। শাহরুখ এবং মীর ফাউন্ডেশনের কাছে আমি অনুরোধ করছি যেন সাহায্য করা হয়।"

আরও পড়ুন < অকথ্য ভাষা-ভুয়ো প্রতিশ্রুতি! অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর নাম করে বিরাট প্রতারণা >

একদা দীপিকা পাডুকোন জানিয়েছিলেন, সমাজে অ্যাসিড আক্রান্তদের কী জায়গা সেটি বুঝেছিলেন যখন নিজেকে চরিত্রের প্রয়োজনে এধরনের মেকাপ নিতে হয়েছিল। আজও, তাঁদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকেন সবাই। স্বাভাবিক জীবন যাপনে বাঁধা দিয়ে থাকেন তাঁদের। তাঁর মধ্যেই এগিয়ে চলেছেন অনেকে। যদিও, এই অভিযোগের উত্তর আদৌ শাহরুখ দিয়েছেন কিনা এটা জানা যায়নি। বেশিরভাগ সময়, এহেন কাজ ব্যক্তিগত স্তরেই সম্পন্ন করতে চান শাহরুখ।

bollywood Entertainment News SRK Birthday
Advertisment