অভিনেতা আজাজ খানকে গ্রেফতার করা হল। ফেসবুকে আপত্তিকর পোস্ট আপলোডের অভিযোগে বিখ্য়াত রিয়েল্য়াটি শো ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী আজাজকে শনিবার গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন: লকডাউনে তৈরি ছোট ছবি ‘জাঙ্গিয়া রহস্য’! যৌনকর্মীদের জন্য অর্থসংগ্রহের উদ্যোগ
ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য় করার অভিযোগে খার থানায় আজাজ খানকে তলব করা হয়েছিল এদিন। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ”ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চালানো হচ্ছে”।
আরও পড়ুন: জ্যাকলিন ফার্নান্ডেজ, মনোজ বাজপেয়ী-র থ্রিলার ‘মিসেস সিরিয়াল কিলার’
উল্লেখ্য়, এই প্রথমবার নয়, এর আগেও আপত্তিকর পোস্টের অভিযোগে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছিল। গত বছরের জুলাই মাসে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগে আজাজ খানকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে, ২০১৮ সালে মাদক পাচারের অভিযোগে তাঁকে পাকড়াও করেছিল পুলিশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন