'পুষ্পা'র গানে নেচে বাজিমাত ডেভিড ওয়ার্নারের! ভিডিও দেখে কী বলছেন আল্লু অর্জুন?

'পুষ্পা'র 'শ্রীভল্লি' গানে নাচছেন ডেভিড ওয়ার্নার! যা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের স্ত্রীও।

'পুষ্পা'র 'শ্রীভল্লি' গানে নাচছেন ডেভিড ওয়ার্নার! যা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের স্ত্রীও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Allu Arjun, David Warner, Pushpa song Srivalli, Pushpa: The Rise, আল্লু অর্জুন, পুষ্পা: দ্য রাইস, ডেভিড ওয়ার্নার, bengali news today

ডেভিড ওয়ার্নার, আল্লু অর্জুন

দেশের গণ্ডী পেরিয়ে এবার 'পুষ্পা: দ্য রাইস' (Pushpa: The Rise)-এর জনপ্রিয়তা বিদেশের মাটিতেও। রিলিজের পরই ছক্কা হাঁকিয়েছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবি। বক্স অফিসেও বাজিমাত! দিন কয়েকের মধ্যেই একশো কোটির ক্লাবে পা রেখেছে। সিনেমার অ্যাকশন দৃশ্য থেকে গান, এককথায় বলা যায় 'পুষ্পা'-জ্বরে আক্রান্ত দর্শকরা। আইটেম সং 'ও আন্তাভামা'র পাশাপাশি 'শ্রীভল্লি' (Srivalli) গানটিও বেজায় হিট। এবার তামিল সিনেমার এই গানেই নেচে বাজিমাত করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner)।

Advertisment

শুক্রবার ওয়ার্নার একটি ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই তাঁকে দেখা গেল 'পুষ্পা'র 'শ্রীভল্লি' গানে নাচতে। পরনে ফুলেল প্রিন্টের শার্ট। চোখে আল্লু অর্জুন স্টাইলে রোদচশমাও পরেছেন। দক্ষিণী অভিনেতার মতো সিনেম্যাটিক কায়দাতেই ঘাড় নাড়িয়ে নাচছেন ওয়ার্নার। তবে সেই ডান্স-স্টেপ যে হুবহু নকল করতে গিয়ে খানিক গোত্তাও খেতে হল অজি-ক্রিকেটারকে। একবার তো নাচের মাঝে জুতো খুলে গিয়ে হোঁচটও খেলেন তিনি। শুধু তাই নয়, নাচের শেষে 'পুষ্পা রাজ' কায়দায় গালে হাতও ঘঁষলেন! তবে নেটজনতা কিন্তু বেজায় মজেছেন ওয়ার্নারের 'শ্রীভল্লি' নাচে। অতঃপর ভাইরাল হতেও সময় নেয়নি।

publive-image

<আরও পড়ুন: পকেট গড়ের মাঠ, একটু খাবারের জন্য একসময় বড় পার্টিতে নাচতেন মিঠুন>

Advertisment

অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের এহেন কীর্তি নজরে পড়েছে পুষ্পা অভিনেতা আল্লু অর্জুনেরও। সেই ভিডিও দেখে তিনি তো একপ্রকার হেসে খুন। কমেন্ট সেকশনেই চোখে পড়ল দক্ষিণী সুপারস্টারের প্রতিক্রিয়া। তবে তামিল ভাষার গানের শব্দ বেজায় শক্ত ঠেকেছে ডেভিড ওয়ার্নারের কাছে। তাঁর মন্তব্য, "নাউতু নাউতু স্টেপটা বেজায় কঠিন ঠেকেছে।" তবে এই নাচের ভিডিও দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের স্ত্রীও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

David Warner Entertainment News Allu Arjun pushpa the rise