Ott Debut Artists: বরুণ থেকে কৃতী- সৌমিতৃষা টু পাওলি, ২০২৪-এ ওটিটি-তে হাতেখড়ি হল কাদের?

Celeb Who Debut Ott Olatfrom: বলিউড থেকে টলিউড, ওটিটি-তে আত্মপ্রকাশ করেছেন বহু সেলেব। কারা রয়েছেন সেই তালিকায়?

Celeb Who Debut Ott Olatfrom: বলিউড থেকে টলিউড, ওটিটি-তে আত্মপ্রকাশ করেছেন বহু সেলেব। কারা রয়েছেন সেই তালিকায়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
২০২৪-এ ওটিটি-তে হাতেখড়ি হল কাদের?

কোভিডের সময় থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মের বাড়বাড়ন্ত। মুঠোফোনে ফুল অন বিনোদনের জন্য ভরসা একমাত্র ওটিটি। যতদিন যাচ্ছে নিত্য নতুন ওটিটি প্ল্যাটফর্মও চালু হচ্ছে। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে উৎসাহ দেখাচ্ছে। ২০২৪-এ বলিউড থেকে টলিউড, বেশ কিছু সেলেবের হাতেখড়ি হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। একত নজরে দেখে নেওয়া যাক সেই তালিকাটা।

Soumitrisha Kundu Kriti Sanon OTT film Manisha Koirala OTT Platform OTT Varun Dhawan