বরুণ ধাওয়ান
স্পাই অ্যাকশন থ্রিলার সিটাডেল: হানি বানি-র মাধ্যমে ওটিটি-তে ডেবিউ করেছেন বরুণ ধাওয়ান। সামান্থা রুথ প্রভুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। আমাজন প্রাইমে সম্প্রচারিত হয়েছে এই সিরিজটি।
কৃতি শ্যানন
হিন্দি মিস্ট্রি থ্রিলার দো পত্তি-তে অভিনয় করেছেন কৃতি। এটিই তাঁর প্রথম মুভি যেটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কৃতির সঙ্গে এই ছবিতে ছিলেন কাজল।
মনিশা কৈরালা
বলিউডের নামজাদা অভিনেত্রী মনিশা কৈরালাও ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন ২০২৪-এ। সঞ্জয়লীলা বনসালীর ওয়েব সিরিজ হীরামান্ডিতে অভিনয় করে কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
অনন্যা পাণ্ডে
হিন্দি কমেডি ড্রামা কল মি বে-তে অভিনয় করেছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। আমাজন প্রাইমে সম্প্রচারিত এই সিরিজে অনন্যার অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছে।
জুনায়েদ খান
আমির পুত্র জুনায়েদ খানও চলতি বছরে ওটিটি-তে আত্মপ্রকাশ করেছেন। সৌজন্যে মহারাজ।
শেখর সুমন
সঞ্জয়লীলা বনসালীর প্রথম ওটিটি সিরিজ হীরামাণ্ডি। আর এই সিরিজের হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার অভিনয় করলেন অভিনেতা শেখর সুমন।
গুরমিত চৌধুরী
ইয়ে কালি কালি আঁখে সিজন ২-এর মাধ্যমে ওটিটি-তে হাতেখড়ি হয়েছে গুরমিত চৌধুরীর।
ভূমি পেদনেকর
আমাজন প্রাইম ভিডিও-তে সম্প্রচারিত সিরিজ ডালডাল-এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন ভূমি পেদনেকর।
পরিণীতি চোপড়া
হিন্দি বায়োগ্রাফিক্যাল ড্রামা অমর সিং চমকিলা মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কাজের অভিজ্ঞতা সঞ্চার করেছেন পরিণীতি।
ফরদিনের ওটিটি ডেবিউ
সঞ্জয়লীলা বনসালীর হীরামাণ্ডি-তেই মনিশা, শেখর সুমনের মতো ডেবিউ করেছেন ফরদিন খান। দীর্ঘ ১৪ বছর পর অভিনয়ে কামব্যাক করেছেন।
সৌমিতৃষা কুণ্ডু
হিন্দির পর এবার আসা যাক বাংলা ওটিটি-তে। কালরাত্রি সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ হল মিঠাইরানি সৌমিতৃষার।
পাওলি দাম
বড় পর্দায় দুরন্ত অভিনয়ের পর ওটিটি-তেও বাজিমাত। কাবেরি সিরিজে অভিনয় করে ওটিটি-র দর্শকের প্রশংসা কুড়িয়েছেন পাওলি।