/indian-express-bangla/media/media_files/2024/12/29/e2Iu1NjJoeNHEJe1afkn.jpg)
কোভিডের সময় থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মের বাড়বাড়ন্ত। মুঠোফোনে ফুল অন বিনোদনের জন্য ভরসা একমাত্র ওটিটি। যতদিন যাচ্ছে নিত্য নতুন ওটিটি প্ল্যাটফর্মও চালু হচ্ছে। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে উৎসাহ দেখাচ্ছে। ২০২৪-এ বলিউড থেকে টলিউড, বেশ কিছু সেলেবের হাতেখড়ি হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। একত নজরে দেখে নেওয়া যাক সেই তালিকাটা।