Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev: 'একজন মহিলার বিচার চাইতে গিয়ে অন্যদের মেরে ফেলবেন..?' আন্দোলনরত চিকিৎসকদের প্রশ্ন ছুঁড়লেন দেব

Dev shared a post: আরজি করে ঘটে যাওয়া জুনিওর ডাক্তারের মৃত্যুতে পথে নেমেছেন অনেকেই। কিন্তু, ডাক্তাররা যে আন্দোলন করছে তাতে ক্ষতি হচ্ছে অনেক সাধারণ মানুষের, প্রাণ যাচ্ছে তাঁদের। এটাই ভাবাচ্ছে দেবকে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev

Dev: কী বলছেন দেব?

Dev: দেব, যিনি বাংলার সুপারস্টার হওয়ার পাশাপাশি লোকসভার সাংসদ-ও বটে, তিনি আবারও মানুষের স্বার্থে মুখ খুলেছেন। শেষ কিছুদিন তাঁকে নানা কথা শুনতে হয়। কারণ, সারা রাজ্য থেকে দেশ যখন আন্দোলনে ব্যাস্ত ছিল, তখন তিনি এবং রুক্মিণী বালির দেশে ছুটি কাটাচ্ছিলেন। 

Advertisment

আন্দোলনে পথে নামা বেশিরভাগ মানুষ দেবের উদ্দেশ্যে এমনটাই বলেছিলেন, যে একজন সাংসদ এইসময় ঘুরতে গিয়েছেন ভাল কথা। কিন্তু সেখানে গিয়ে তিনি ছবি তুলে নিজের মজার কথা বাকি সকলকে জানাবেন, এটা যেন দেদের তরফে কেউ আশাও করেননি। 

তাই, তো নিজের ছবির টিজার রিলিজের তারিখ পিছিয়ে দেন তিনি। এমনকি আর্টিস্ট ফোরামের মিছিলে পথে নামেন। নির্যাতিতার আত্মার শান্তি কামনায় তিনি মোমবাতি জ্বালানোর পাশাপাশি, সেখানকার অবস্থান জমায়েতে যোগ দেন। তখনও দেবকে নিয়ে নানা কথা হয়। কিন্তু, এবার তিনি মানুষের স্বার্থে এবং তাঁদের যেন কষ্ট না হয়, সেই কারণেই মুখ খুললেন। 

দেবের পোস্ট... 

জাস্টিস চাইছেন সবাই। চিকিৎসাক্ষেত্রে এহেন নারকীয় ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন জুনিওর ডাক্তাররা। তাঁরা অবস্থান বিক্ষোভে বসেছেন। গতকাল কোন্নগরের একটি ছেলে পথ দুর্ঘটনায় প্রাণ হারান। টানা তিন ঘণ্টা রক্তক্ষরনের পরেও কোনও মেডিক্যাল ট্রিটমেন্ট না পেয়েই মৃত্যু হয় তাঁর। আর এই ঘটনার প্রেক্ষিতেই দেব বলেন... 

আরও পড়ুন  -  Alia Bhatt: মেজাজ হারিয়ে চিৎকার আলিয়ার! অভিনেত্রীর ব্যক্তিগত ক্ষেত্রে ঢুকে পড়লেন কারা?

দেবের পোস্ট 

"একজন মহিলার জন্য জাস্টিস চাইতে গিয়ে অন্যদের নিচু করা যায় না। একটি প্রাণের জন্য জাস্টিস চাইতে গিয়ে অন্য জীবিত প্রাণকে মেরে ফেলতে পারেন না। আমরা এর থেকে অনেক উচ্চমানের। এটা জানি আমরা। প্রতিটা জীবনের মুল্য আছে। প্রতিটা ক্ষতি-ই চূড়ান্ত ক্ষতি। একটা ভুলকে সঠিক করতে গিয়ে, এর থেকেও বড় ভুল যেন না হয়ে যায়। আমরা লিগাল সিস্টেম আবারও গঠন করতে চাইছি, ভাল কথা। কিন্তু, এর জন্য আরেকজনের প্রাণ যাবে এমন না হোক। একটু ভাবুন দয়া করে।"  

দেব নিজের সমাজ মাধ্যমেই শেয়ার করেছেন এই বক্তব্য। আর তাঁর এই মন্তব্যে যেমন কেউ কেউ তাঁকে সঙ্গ দিয়েছেন। তেমন, কেউ কেউ বিরোধিতা করেছেন। দেবকে উদ্দেশ্য করে তাঁরা বললেন, আগে নিজের সরকারকে বল সঠিক হতে। নয়তো, বাংলায় এসব বন্ধ হবে না। আবার কেউ বললেন, আগে স্বীকার করুন আপনাদের সরকার ফেল করেছে, তারপর যা খুশি বলবেন।  

tollywood Dev tollywood news Dev Entertainment Ventures Tollywood superstar Dev
Advertisment