Advertisment

'খোকা' এবার ছাদনাতলায়, নভেম্বরেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ে সারছেন অনির্বাণ

পাত্রীর পরিচয় জানেন?

author-image
IE Bangla Web Desk
New Update
anirban

গত এক বছর থেকেই জল্পনা শোনা যাচ্ছিল যে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রীটি কে? তা অবশ্য তখনই জানা গিয়েছে। তবে দীর্ঘ দিনের সেই বান্ধবীর সঙ্গে কবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনির্বাণ, সেই প্রসঙ্গে অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এবার অবশেষে গত এক-দেড় বছরের যাবতীয় জল্পনা, গুঞ্জন উড়িয়ে সত্যি সত্যিই ছাদনাতলায় চললেন 'খোকা'।

Advertisment

টলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলরে'র বিয়ে বলে কথা! এ খবর শোনামাত্র যুবতীদের মনখান যে একেবারে খান-খান হয়ে যাবে, তা বোধহয় বলাই বাহুল্য। কারণ, হাজার হলেও অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়, কথাবার্তা, চলন-বলনে অনেকেরই হৃদস্পন্দন বেড়ে যায়। তা কবে সেই শুভক্ষণে চারহাত এক হতে চলেছে? আগামী ২৬ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, একেবারে ছিমছাম আয়োজন। কোনওরকম সানাই কিংবা সাত পাক ঘুরে মন্ত্রোচ্চারণ নয়। মনে-প্রাণে কমিউনিজমে বিশ্বাসী অভিনেতার বিয়েতে গান-গল্প, খানাপিনার আসর বসবে।

Anirban দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য

পাত্রী? মধুরিমা গোস্বামী। অনির্বাণের দীর্ঘদিনের বান্ধবী। নাটকের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে অনির্বাণের আলাপ। অনির্বাণ-মধুরিমা একসঙ্গে বেশ কিছু নাট‌্য-প্রযোজনায়ও করেছেন। অনির্বাণের মতোই মধুরিমার বেড়ে ওঠা একেবারে সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা পদ্মশ্রীখ‌্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। মধুরিমার পড়াশোনাও থিয়েটার নিয়ে।

publive-image মধুরিমা গোস্বামী

অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দু’জনেই যেহেতু সংস্কৃতি জগতের, ফলে প্রথম থেকেই মনের মিল ছিল, এবার আগামী ২৬ নভেম্বর চার হাত এক হচ্ছে। আগামী বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মাধ্যমে অনির্বাণ-মধুরিমা সারাজীবনের জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

anirban bhattacharya
Advertisment