Aritra Dutta Banik: 'আবারও আমায় টার্গেট করবে..', মুখ্যমন্ত্রীর মহাকাশ মন্তব্য নিয়ে ভয় হচ্ছে অরিত্রর?

Aritra On CM: অভিনেতা অরিত্র দত্ত বণিক, যিনি সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়, তিনি নানা বিষয়ে মন্তব্য রাখেন। এবং তিনি আগে ভাগেই আন্দাজ করেছিলেন, যে এহেন কিছু একটা ঘটতে পারে। তাই তো সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন আগেভাগেই..

Aritra On CM: অভিনেতা অরিত্র দত্ত বণিক, যিনি সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়, তিনি নানা বিষয়ে মন্তব্য রাখেন। এবং তিনি আগে ভাগেই আন্দাজ করেছিলেন, যে এহেন কিছু একটা ঘটতে পারে। তাই তো সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন আগেভাগেই..

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
aritra dutta banik on CM mamata banerjee

Aritra on CM: কী এমন পোস্ট করলেন তিনি? Photograph: ( ফাইল)

Aritra Dutta Banik-Sunita Williams: 'সুনিতা চাওলা ফিরেছেন..', অ্যা! কিন্তু কে এই সুনিতা চাওলা, মহাকাশ থেকে তো ফিরেছেন সুনিতা উইলিয়ামস। তাও নয় মাস ধরে স্পেসে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন তিনি। আর তাঁকে শুভেচ্ছা বার্তা দিতে গিয়েই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পদবীর ভুল করে বসেছেন। কল্পনা চাওলার সঙ্গে গুলিয়ে ফেলেছেন। যদিও এর আগেও তিনি এই ভুল করেছেন। তবে, ঘটনা সেখানে আলোচনার বিষয় না।

Advertisment

অভিনেতা অরিত্র দত্ত বণিক, যিনি সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়, তিনি নানা বিষয়ে মন্তব্য রাখেন। এবং তিনি আগে ভাগেই আন্দাজ করেছিলেন, যে এহেন কিছু একটা ঘটতে পারে। তাই তো সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন আগেভাগেই। নাম না করেই তিনি এমন কিছু লিখেছিলেন, যা কিছুটা হলেও মানুষকে ভাবতে বাধ্য করবে। তিনি হিউমারের সুরেই লিখেছিলেন...

"সুনীতা আমাকে মাঝেমধ্যেই ফোন করতো। মাধ্যাকর্ষণের বিপরীতে কিভাবে লাফিয়ে লাফিয়ে চলতে হবে সেইটা হাতে ধরে শিখিয়েছিলাম। রকেট দেখলে ভয় পেতো, আমি ওকে বললাম যে আমিও কত আঘাতের পর এখানে দাঁড়িয়ে আছি। সেই থেকে ও আর পিছপা হয়েনি। আজ ওকে দেখে ভালো লাগছে। বক্তা- কাল্পনিক চরিত্র।" তাঁর সঙ্গে এও জানান, যে তিনি কোনোভাবেই জেলে যেতে চান না। তাই তো এও বলেছিলেন, "নাম উল্ল্যেখ করে জেলে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই, অফিসে মেলা কাজ এখন।"

Advertisment

এদিকে, তাঁর কিছু সময় পরেই মুখ্যমন্ত্রী যখন তাঁকে নিয়ে বললেন, শুভেচ্ছা জানালেন তাঁর সঙ্গে এও বললেন যে মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনি পড়াশোনা করেছেন, তাঁর এই বিষয়ে জ্ঞান আছে, তখন সমাজ মাধ্যমে নানা মন্তব্য। কিন্তু, অরিত্র ভাবছেন কোনোভাবে কি তাঁর আগের পোস্ট নজরে পড়েছে মুখ্যমন্ত্রীর? নাহলে তিনি এহেন কথা বললেন কেন? অভিনেতা রীতিমতো পুলিশের ভয় পাচ্ছেন। তিনি আরেক পোস্টে এমনও বললেন...

"বিধানসভায় আজ মাননীয়া মুখ্যমন্ত্রী বললেন তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা শুরু করেছেন। সকালের আমার করা পোস্টটা কি দিদি দেখে ফেললেন নাকি? কোলকাতা পুলিশ আবার টার্গেট করবে আমাকে মনে হচ্ছে!"

sunita-williams CM Mamata banerjee Aritra Dutta Banik