Advertisment
Presenting Partner
Desktop GIF

Arnab Banerjee: নতুন প্রেমের সম্পর্কে সিলমোহর? সুন্দরী রমণীকে সঙ্গে নিয়ে ছবি দিলেন অর্ণব ....

Arnab Banerjee: অভিনেতা অর্ণব বন্দোপাধ্যায় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে হরগৌরি পাইস হোটেল সিরিয়ালে। কিন্তু....

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
arnab banerjee

Arnab Banerjee: অর্ণবের জীবনে নতুন মানুষ?

  
 টলিপাড়ার বুকে আরেকটি প্রেমের গুঞ্জন? প্রেম করছেন অভিনেতা অর্ণব বন্দোপাধ্যায়? তাঁর ইনস্টাগ্রামের স্টোরি অন্তত এই কথা বলছে, যে নতুন একটি মানুষ তাঁর জীবনে এসেছেন। তাঁকে নিয়েই অভিনেতার একাউন্ট থেকে পোস্ট হয়েছে একটি ছবি। 

Advertisment

অভিনেতা অর্ণব বন্দোপাধ্যায় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে হরগৌরি পাইস হোটেল সিরিয়ালে। কিন্তু, আজ যে ছবিটি তাঁর ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয়েছে, সেটি দেখলে বোঝা যাচ্ছে অভিনেতার বহুলগ্না এক সুন্দরী রমণী। তাঁর পরনে লাল রঙের পোশাক। তাঁর নাম পর্যন্ত মেনশন করেছেন তিনি। 

ছবিটির সঙ্গে ইমোজি জুড়েছেন, একটি লাল ভালবাসার। কিন্তু, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সাফ বিষয়টি এড়িয়ে যান, এবং এও বলেন যে তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক করা হয়েছে। এবং এর পরবর্তীতে, তিনি পোস্টটি ডিলিট করে দেন। যদিও বা ইনস্টা স্টোরিতে এটি এখনও রয়েছে। 

Advertisment

অর্ণব ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, তাঁর সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে। এবং তিনি আমাদের সুত্রেই জানতে পেরেছেন এই ঘটনা। তিনি বহুবছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সম্পর্কে একবারই ছিলেন তিনি। অভিনেত্রী ইপ্সিতার সঙ্গে আইনিভাবে গাঁটছড়া বেঁধেছিলেন। পারিবারিক উপস্থিতিতে তাঁরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও বা, তাঁর আগে বহুবছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। 

কিন্তু, সেই আইনি বিয়ের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বরং সামাজিক বিয়ের আগেই, তিনি এবং ইপ্সিতা নিজের সিদ্ধান্তমতো আলাদা হয়ে যান। যদিও বা, অর্ণব কোনোদিন এই বিষয়ে সেভাবে মুখ খোলেননি। এমনকি তাঁকে অন্য সম্পর্কেও জড়াতে দেখা যায়নি। তবে, এই সম্পর্ক আদৌ সত্যি কিনা, সেটা তো সময় বলবে। 

tollywood tollywood news
Advertisment