Advertisment
Presenting Partner
Desktop GIF

BREAKING: প্রেমিকা কৌশানী তৃণমূল প্রার্থী, বনি সেনগুপ্ত গেলেন পদ্মবনে, গৃহযুদ্ধ বাঁধল বলে?

বালিগঞ্জ থেকে প্রার্থী করা হতে পারে অভিনেতাকে। বিজেপির একনিষ্ঠ সদস্য-অভিনেতা সোহেল দত্তের বাড়িতে যাওয়া থেকেই জল্পনার সূত্রপাত হয়েছিল। সেটাই সত্যি হল।

author-image
IE Bangla Web Desk
New Update
bonny

জল্পনা চলছিল আগে থেকেই। এবার সেই জল্পনাকে সত্যি করে দিয়েই বিজেপিতে যোগ দিলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। বুধবার রাজীব বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্তদের উপস্থিতিতেই গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেন তৃণমূলের একনিষ্ঠ সদস্য তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পিয়া সেনগুপ্তর ছেলে বনি সেনগুপ্ত। বিজেপিতে যোগ দিয়েই বনি বললেন, "মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মেনে চলব। জয় শ্রীরাম।"

Advertisment

রাজ্য রাজনীতিতে এখন দল-বদলের হাওয়া। একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে যে যেদিকে পারছেন, ঝুঁকছেন! টলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিত্যদিন কেউ শিবির বদলাচ্ছেন, ‘এ ফুল, ও ফুল’ করছেন, আবার কেউ বা রাজনীতির ময়দানে ‘শিক্ষানবীশ’ হিসেবে অভিষেক ঘটাচ্ছেন। বলা ভাল, ‘মুড়ি-মুড়কি’র মতো রাজনীতির ময়দানে পদার্পণ করছেন। সেই প্রেক্ষিতেই এবার উঠে এসেছিল বনি সেনগুপ্তর নাম। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সদস্য-অভিনেতা সোহেল দত্তের (Sohail Dutta) বাড়িতে। যাঁর জন্মদিনের পার্টিতে কিনা শুভেন্দু অভিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও বৈশালী ডালমিয়াদের দেখা গিয়েছিল। আর সেই পার্টির দিন কয়েক পরই দিল্লিতে উড়ে গিয়ে সবুজ রং পরিত্যাগ করে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তাঁরা। সেই সোহেলের বাড়িতেই বনি সেনগুপ্ত (Bonny Sengupta) গিয়েছিলেন। আর সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই বনির পদ্মবনে যাওয়ার জল্পনা জোরালো হয়েছিল। কানাঘুষো তখনই শোনা গিয়েছিল যে, বালিগঞ্জ থেকে নাকি তাঁকে প্রার্থী করা হতে পারে।

তবে সেই সময়ে বন্ধুত্বের খাতিরে সৌজন্যতামূলক সাক্ষাতের কথা বললেও বনির এই যুক্তি মানতে নারাজ ছিল রাজনৈতি মহলের একাংশ। বনি সেনগুপ্ত বলেছিলেন, “দিদির পাশেই ছিলাম। দিদির পাশেই থাকব। বিজেপিতে যোগদানের প্রশ্নই ওঠে না!” আর সেই অভিনেতাই কিনা এবার ভোটের মুখে নাম লেখালেন গেরুয়া শিবিরে। মা পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) তৃণমূলের একনিষ্ঠ সদস্য এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের তরফে। তাহলে কি, শিগগিরিই গৃহযুদ্ধ বাঁধার পথে? সেই প্রশ্নেই এখন সরগরম টলিপাড়া।

tmc bjp West Bengal Assembly Election 2021 Bonny Sengupta
Advertisment