scorecardresearch

শুটিং থেকে ফিরেই ‘কোভিড পজিটিভ’! সেটের সবাইকে সতর্ক করলেন বনি সেনগুপ্ত

টলিপাড়ায় চওড়া হচ্ছে করোনার থাবা! বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ।

Bonny Sengupta, Covid cases in tollywood, বনি সেনগুপ্ত, করোনায় আক্রান্ত বনি সেনগুপ্ত, টলিউডে করোনার কোপ, bengali news today
বনি সেনগুপ্ত

করোনায় কাবু টলিপাড়া। গত ৪৮ ঘণ্টায় রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমি, দেব-রুক্মিণী, সোহমের মতো একাধিক তারকার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে মারণ ভাইরাসের থাবা ক্রমশ যেভাবে চওড়া হচ্ছে, তাতে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। একের পর এক তারকার কোভিড রিপোর্ট পজিটিভ এসেই চলেছে। এবার সেই তালিকাতেই নবসংযোজন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।

মন্দারমণিতে নতুন ছবির শুটিং করছিলেন অভিনেতা। এরপরই বনির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই দুঃসংবাদ দিয়েছেন টলি-অভিনেতা। বৃহস্পতিবার রাতে বনি সেনগুপ্ত জানান, “আমি শুটিং করছিলাম, তাই যে বা যাঁরাই আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন।” শুধু তাই নয়, তাঁদের আশেপাশের মানুষজনরাও যাতে সতর্ক থাকেন, সেই বার্তাও দিয়েছেন বনি। আউটডোর থেকে ফিরেই শারীরিক অসুস্থতা অনুভব করেন বনি। এরপরই টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসে। কোভিডে আক্রান্ত বনির মা পিয়া সেনগুপ্তও। তবে বাবা অনুপ সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানির রিপোর্ট এখনও আসেনি।

[আরও পড়ুন: ‘সন্ত্রাসের ঘাঁটি’! মোদীর কনভয় ইস্যুতে পাঞ্জাব সরকারকে চাঁচাছোলা আক্রমণ কঙ্গনার]

প্রথমবার কোভিডে আক্রান্ত হয়েছেন, কোনও শারীরিক অসুবিধে রয়েছে কি? সেই প্রেক্ষিতে বনি সেনগুপ্ত জানিয়েছেন, “মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতাবাসে রয়েছি। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি প্রতিনিয়ত। সবাইকে অনুরোধ করব, দয়া করে কোভিড বিধি মেনে চলুন। মাস্ক পরুন।” বাড়ির নিচতলাতেই নিভৃতাবাসে রয়েছেন বনি।

উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Actor bonny sengupta tested covid positive