Advertisment
Presenting Partner
Desktop GIF

ঠাকুরের আশীর্বাদ পেয়েছিলেন নটি বিনোদিনী, রুক্মিণী মৈত্রর নতুন ছবিতে রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন কে?

Chandan Ray sanyal as Ramkrishna Paramhans: আর আজকের দিনে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই দেব তাঁর পরবর্তী প্রযোজিত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যানের গুরুত্বপূর্ন চরিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে বিশেষ পোস্টার উন্মোচন করেছেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
noti বিনোদিনী

ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন কে? Photograph: (ফাইল চিত্র )

ইংরেজি বছরের আজ প্রথম দিন। সঙ্গে অবশ্যই বাঙালিদের কাছে আজকের দিন কিন্তু অন্য অর্থ রাখে। কারণ, আজকের দিনটিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কাশীপুর উদ্যানবাটিতে এইদিন বহু মানুষ আসেন বিশেষ দিন উপলক্ষে।

Advertisment

আর আজকের দিনে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই দেব তাঁর পরবর্তী প্রযোজিত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যানের গুরুত্বপূর্ন চরিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে বিশেষ পোস্টার উন্মোচন করেছেন। নাট্য এবং থিয়েটার অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবনে ঠাকুরের ভূমিকা ঠিক কী ছিল, একথা অনেকের জানা। তাই এই চরিত্র নিয়ে বেশ গবেষণা করবেন পরিচালক, সেকথা পরিষ্কার। আজকের এই বিশেষ দিনে স্টার থিয়েটারে, দাঁড়িয়ে ঠিক সেরকম দৃশ্যই দেখা গেল।

ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন, চন্দন রায় স্যানাল। তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে বেশ অবাক হয়েছেন। এবং প্রযোজনা সংস্থার তরফে তাঁর ফার্স্ট লুক শেয়ার করেই জানানো হয়েছে আজকের দিনের মাহাত্ম্য এবং বিনোদিনী দাসীর জীবনে ঠাকুরের আশীর্বাদের গুরুত্ব সম্পর্কে।

অনেকেই জানেন, ঠাকুর স্টার থিয়েটারে যেতেন নাটক এবং থিয়েটার দেখতে। সেই স্টার থিয়েটার বিনোদিনী দাসীর জীবনে শুধু একটি মঞ্চ না, বরং এটি তাঁর আত্ম পরিচয়ের একটি স্থান ও। আর এবার সেই থিয়েটারের নাম বদলে গিয়ে গিয়েছে বিনোদিনী থিয়েটার। আজ এই বিশেষ দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পোস্টার উন্মোচন করে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে...

Advertisment

"আজ থেকেই প্রায় ১৩৯ বছর আগে, ১৮৮৬ সালের ইংরেজীর বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ধারণ করেছিলেন তাঁর কল্পতরু অবতার। বঙ্গ রঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে তাঁর চৈতন্য লীলা নাটকের জন্যে তিনি আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেয়ে বিনোদিনী খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন। আজ সেই বিশেষ পুণ্য তিথি কে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণ দেবের পোস্টার। রামকৃষ্ণ চরিত্রে অভিনেতা চন্দন রায় সান্যাল এর ফার্স্ট লুক শেয়ার করা হল। #Binodiini - Ekti Natir Upakhyan টিম এর পক্ষ থেকে রইলো আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। সকলের চৈতন্য হোক।" 

Rukmini Dev Rukmini Maitra
Advertisment