/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/dev.jpg)
আজকের আর্টিস্ট ফোরামের জমায়েতে দেব
তিনি নাটক করছেন? বাবার অসুস্থতাকে কাজে লাগিয়ে ইমেজ ফিরে পাওয়ার চেষ্টা করছেন? যেদিন থেকে আরজি করে প্রতিবাদে সরব হয়েছে সারা রাজ্য, তখন থেকেই সবার নজর একজন কে খুঁজছিল। তিনি দেব। অভিনেতা এবং সংসদ - দুটি ফরমেটেই তাকে যেন প্রত্যাশায় রেখেছিল মানুষ।
যখন সারা দেশ, প্রতিবাদে ব্যস্ত ছিল তখন দেব মরুর দেশে ছুটি কাটাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বিশেষ বান্ধবী রুক্মিণী। সেখান থেকেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন তিনি। নিজের ছবি খাদানের টিজার রিলিজ পর্যন্ত পিছিয়ে দেন। কিন্তু তারপরও অভিনেতা - সংসদকে কটাক্ষ করতে থাকেন সকলে। বিশেষ করে তিনি যখন বিদেশ থেকে জিমের ছবি দিচ্ছিলেন, তখনই আরো ক্ষেপে ওঠে জনগন। কিন্তু আজ সকলের মুখ বন্ধ।
দেব দেশে ফেরার পরও তাকে নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়। যেদিন দেশে ফিরলেন, তারপরের দিন তাকে হাসপাতালে দেখা যায়। শুধু তাই নয়, এও জানা যায় তার বাবা অসুস্থ। বুকে ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর পাশাপাশি নানা ধরনের টেস্ট হয় তাঁর। অস্ত্রোপচার হবে কিনা, সেই নিয়েই এখন আলোচনা হওয়ার।
কিন্তু অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে দেব আজ রাস্তায় নামলেন। বাবার শারীরিক অবস্থার খোঁজ নিয়েই সামিল হলেন এই সভায়। আর্টিস্ট ফোরামের হয়ে যে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, দেব তাতে অংশ নেন। পরনে সাদা রঙের পোশাক, মুখে একটাও শব্দ নেই। শুধু মিছিলে সামিল হলেন এমনটা নয়, বরং মিছিল শেষে নির্যাতিতার শান্তির উদ্দেশ্যে মোমবাতিও জ্বালালেন। তারপর, আরেক সিনিয়র অভিনেত্রী রুপা গাঙ্গুলির পাশে অবস্থান জমায়েতেও তাঁকে দেখা যায়। দেবকে রাস্তায় দেখে, তার ভক্তরা যেমন আপ্লুত, তেমন কিছু নেতিবাচক কমেন্টের চোখে পড়ল।
অভিনেতা যখন হয়েছেন তখন কটু কথা শুনতেই হবে। এবারও ব্যতিক্রম নয়। কেউ বললেন নাটকটা এখনও জারি রেখেছেন তাহলে। আবার কেউ বললেন, অভিনেতা অভিনয় করবেন এটা তো খুব স্বাভাবিক। আবার কারওর কথায়, ওনার সেই মানবিকতা আছে? জানতাম না!
উল্লেখ্য, এ বছর দুটি রিলিজ হতে পারে দেবের। খাদান এবং টেক্কার শুটিং শেষ করেছেন অভিনেতা। বহুদিন পর আবারও সৃজিত মুখার্জির সঙ্গে দেব জুটি বেঁধেছেন। যদি এখন কোন ছবি আসন্ন রিলিজ করছে সেই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে।