মণিকর্ণিকার শহরে দেব, সকাল সকাল কাশী বিশ্বনাথে অভিনেতা

সকাল সকাল মহাদেবের দরবারে পৌঁছলেন অভিনেতা

সকাল সকাল মহাদেবের দরবারে পৌঁছলেন অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actpr dev in benaras

বেনারসে দেব

কলকাতার শুটিং শেষ। এবার বারাণসীর পালা। গোটা টিম নিয়ে দেব ( Actor Dev ) পাড়ি দিয়েছেন মনিকর্নিকার শহরে। 'প্রজাপতির' শুটিং করতেই সেখানে পৌঁছেছেন অভিনেতা। আর যখন গন্তব্য বারাণসি তখন মহাদেবের কাছে না গেলেই নয়।

Advertisment

সকাল সকাল নীল রঙা পাঞ্জাবী পরে কাশী বিশ্বনাথকে দর্শন করলেন অভিনেতা। ভোর বেলা পুজো দিলেন মন্দিরে। কপালে তিলক, গলায় আকন্দের মালা বিশ্বনাথ মন্দিরের ফটকের সামনে ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করে লিখলেন, ভোর বেলায় পুজো দিলাম বিশ্বনাথের কাছে, হর হর মহাদেব। সঙ্গী পরিচালক অভিজিৎ সেন, 'টনিকের' পর ফের আবারও প্রজাপতি সিনেমায় একসঙ্গে দেব এবং অভিজিৎ।

Advertisment

আরও পড়ুন < মাত্র ৫ হাজার টাকা নিয়ে মুম্বইয়ে পাড়ি! সেই সোনু সুদ-ই দেশের দুস্থদের ‘মসিহা’ >

কিছুদিন আগেই জানিয়েছিলেন, বারাণসি যাচ্ছেন তিনি। 'প্রজাপতির' কলকাতার শুটিং শেষ। এবার বেনারসের পালা। গতকাল গঙ্গার ঘাটে বসেই দর্শকদের জানান দিয়েছিলেন যে পৌঁছে গেছেন। অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন তার সঙ্গে। রাজনৈতিক তিক্ততা ভুলে দিব্য কাজ করছেন দুই অভিনেতা। যথারীতি শুটিং শুরু করার আগেই মহাদেবের আশীর্বাদ নেওয়া আবশ্যিক।

দেবের ভক্তরা তার এই রূপে মুগ্ধ। কেউ কেউ বলেই বসলেন, দাদা একটা ভাল ব্লগ চ্যানেল খোলো। মহাদেবের নামে সারা দিলেন দেবের ভক্তরাও।

tollywood Dev Entertainment News