নির্বাচনে দ্বিতীয়বারের মত জেতার পরেই সপ্তম স্বর্গে দেব। রাজনীতিবিদ হিসেবে কিভাবে মার্জিত ভাষায় কথা বলা যায় কিংবা আচরণ করা যায় সেটাই যেন তিনি প্রমাণ করেছেন। কারওর উদ্দেশ্যে একটাও খারাপ কথা নয়।
দেবকে দেখে বড় বড় নেতামন্ত্রীদের শেখা উচিত। এমন কথাই আগে শোনা গিয়েছিল। এবার নির্বাচনে জিতে অভিনেতা আবারও দেখিয়ে দিলেন, কেন তাঁর মন এত বড়? দেবের কাছের মানুষরা জেতার পর বাঘ ও হরিণ নিয়ে ঠাট্টা করলেও দেব কিন্তু সেসব থেকে একটু দূরে। বরং তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণের উদ্দেশ্যে তিনি জানান, ভালবাসার থেকে বড় কিছু হয় না।
আর এদিকে, দেবের কাছের মানুষদের তরফে তাঁকে নিয়ে উৎসব হবে না, এও আবার হয় নাকি? অভিনেতার বন্ধু মহলের তরফে কেক কাটা হল। যেখানে সামিল ছিলেন পরিচালক রাজা চন্দর স্ত্রী পিয়ান সরকার এবং রুক্মিণী নিজেও। পিয়ান দেবের উদ্দেশ্যে লিখছেন...
আরও পড়ুন - Saayoni Ghosh-Swastika Mukherjee: ‘মুখ্যমন্ত্রীর পা চাটছি বলে একমাস গাল খেতে হবে…’, সায়নীকে চুমু খেয়েই পায়ে কুড়ুল মারলেন স্বস্তিকা!
"একজন লিডার হিসেবে তুমি অনন্য দেব। ভালবাসা এবং শান্তি বজায় রেখে কিভাবে নেতৃত্ব দেওয়া যায় সেটা তিনায় দেখে শেখা উচিত। সকলের মন জয় করে নিয়েছ তুমি কিন্তু একটা কাউকে খারাপ কথা বলতে শোনা গেল না। কারওর আত্মসম্মানে তুমি হাত দিলে না। ভারতের তোমার মত লিডার আরও বেশি করে দরকার।" বন্ধুর কথায় আপ্লুত অভিনেতা। লিখলেন, আমি ধন্য!
আর এদিকে শপথ গ্রহণের আগেই দেব নিজের কথা রাখতে প্রস্তুত। জানিয়েছিলেন, যেকটি ভোটে তিনি জিতবেন, সেকটা গাছ লাগাবেন। আর দেব যখন বলেছেন তখন কথা তিনি রাখবেনই। দেব গাছ লাগাবেন, তাও কতদিনের মধ্যে সেকথাও জানিয়ে দিলেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় বললেন, "নয় জুন থেকে ফার্স্ট ফেজের মধ্যেই আমি অন্তত ২ লক্ষ গাছ লাগাব।"
শুধু রাজনীতির মঞ্চে না, দেব কথা রাখছেন সিনেমার ক্ষেত্রেও। অভিনেতা নিজের দুটি ছবির কাজ আস্তে ধীরে শেষ করছেন। পুজোয় আসতে চলেছে টেক্কা, এবং খাদানের প্রস্তুতিও তিনি নিচ্ছেন।