Dibyojyoti Dutta: লাগাম রাখলেন নিজের হাতেই, তাই বলে বাঘের সামনে এহেন ভয়ঙ্কর প্রস্তাব রাখবেন দিব্যজ্যোতি?
dibyojyoti with Tiger: পশু পাখিদের সঙ্গে বরাবরই খুব প্রেম দিব্যর। কখনও গলায় সাপ জড়িয়ে নেন, তো কখনো আবার পাখিদের সঙ্গে কথা বলেন। কিন্তু এবার তো যার সঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল তাকে, যাকে একবার সামনে দেখে সকলের ঘুম উড়ে যেতে বাধ্য।
একজন রয়েল বেঙ্গল টাইগারের সামনে এহেন আচরণ? দিব্যজ্যোতি দত্তর কান্ড দেখে হাসছেন বেশিরভাগ। কেউ কেউ আবার বলছেন, এমন একটি বাংলা সিরিয়ালে অভিনয় করতে করতে উনার মাথা খারাপ হয়ে গেছে।
Advertisment
পশু পাখিদের সঙ্গে বরাবরই খুব প্রেম দিব্যর। কখনও গলায় সাপ জড়িয়ে নেন, তো কখনো আবার পাখিদের সঙ্গে কথা বলেন। কিন্তু এবার তো যার সঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল তাকে, যাকে একবার সামনে দেখে সকলের ঘুম উঠে যেতে বাধ্য। কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে বাঘ সিংহের সঙ্গে বসে ছবি তোলার পাশাপাশি তাদের সঙ্গে হাঁটা চলা কিংবা কিছু সময় কাটানো যায়।
এবার দিব্যজ্যোতি কেউ দেখা গেল সেই একই ভূমিকায়। বাঘের লাগাম রয়েছে তার হাতে। এবং সে দিব্যি তাকে সন্তানের মত, গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে এগিয়ে চলার জন্য নির্দেশ দিয়ে চলেছে। ঠিক যেমন লোকে আর পাঁচটা কুকুর বেড়ালের সঙ্গে গল্প করে, দিব্যজ্যোতি এখানে বাঘের সঙ্গে সে কথোপকথন জুড়লেন। অভিনেতাকে বলতে শোনা গেল, "চলো বাবা চলো, যাবে না? রাগ হয়েছে?" এখানেই শেষ নয় বাঘ মামা কে যে মোক্ষম কথাটি তিনি বলে বসলেন, তাতেই চমকে উঠলেন বেশিরভাগ।
বাঘের মত একটি জন্তুকে বিপর্যয় বলে বসলেন চলো আমি আর তুমি একসঙ্গে অনুরাগের ছোঁয়া দেখব। আর এই কথা শোনা মাত্রই সেই যে সে দাঁড়ালো, আর তার হেলার ইচ্ছে নেই। বাঘটির নাম বাঁচুং। দিব্য তাঁকে বলছেন, "চলো, আমরা একসঙ্গে অনুরাগের ছোঁয়া দেখব। কী খুঁজছ তুমি? যাবে না? চলো স্টার জলসায় রাত সাড়ে নয়টায় দেখব অনুরাগের ছোঁয়া।"
দিব্যর এই কাণ্ডে অনেকেই হেসে উঠেছেন। সূর্য দীপার কেমিস্ট্রি বহুদিন ধরেই মন কেড়েছে দর্শকদের। আবার কেউ কেউ এই সিরিয়ালের গল্প একদম পছন্দ করেন না। তাই, তো তারা বলছেন...
"বাঘ দেখবে এরকম ধরনের সিরিয়াল? ওর মান সম্মান নেই?" আবার কেউ বলছেন, "অনুরাগের ছোঁয়া নাম শুনেই আর যেতে চাইছে না। তাহলে ভাব অডিয়েন্সদের অবস্থা।" আবার কারওর কথায়, "তারপর ও নিজেও ট্রমাটাইজ হয়ে যাক ওই সিরিয়াল দেখে।" কিন্তু, কেউ কেউ তাঁর সাহসের বড়াই করেছেন। বাঘের সঙ্গে একটুও ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন তিনি, এতে সাবাশি মিলেছে দিব্যর।