Advertisment

'কৃষকদের কথা ভাবুন', সিংঘু সীমান্তে আন্দোলনের মাঝে সুর চড়ালেন দিলজিৎ দোসাঞ্ঝ

কেন্দ্রের উদ্দেশে তোপ দেগে কী বললেন অভিনেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
diljit

“কৃষকদের কথা ভাবুন। ওঁদের দাবি মেনে নিন”, চলতি কৃষক বিক্ষোভের সমর্থনে এবার কৃষকদের প্রতিবাদী মঞ্চ থেকে সুর চড়ালেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। পাঞ্জাব প্রদেশের কৃষকরাই মূলত এই আন্দোলনের পুরোভাগে। আর তাই সংশ্লিষ্ট রাজ্যের ‘ভূমিপুত্র’ হিসেবে অন্নদাতাদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি।

Advertisment

কৃষকদের পাশে দাঁড়িয়ে কঙ্গনা রানাউতকে একহাত নিয়ে বর্তমানে দিলজিৎ দোসাঞ্ঝ এখন খবরের শিরোনামে। বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনকে শব্দবাণে 'সবক' শিখিয়ে নেটিজেনদের কাছে বেশ বাহবাও কুড়োচ্ছেন এই অভিনেতা। যার জেরে গত ২ দিনে তাঁর টুইটারে ফলোয়ারের সংখ্যা আরও ৪ লক্ষ বেড়ে গিয়েছে। পাঞ্জাবের 'ভূমিপুত্র' সেই দিলজিৎ-ই এবার দিল্লি-হরিয়ানা সীমান্তে গিয়ে কৃষকদের সঙ্গে শামিল হলেন তাঁদের আন্দোলনে। সুর চড়ালেন কেন্দ্রের পাশ করা কৃষি বিলের বিরুদ্ধে।

সিংঘু সীমান্তে পৌঁছে দিলজিৎ দোসাঞ্ঝ প্রতিবাদী মঞ্চ থেকেই নম্র ভাষায় তোপ দাগেন কেন্দ্রের উদ্দেশে। অভিনেতা বলেন, "কেন্দ্রের কাছে আমাদের একটাই অনুরোধ, দয়া করে আমাদের কৃষকদের কথা শুনুন। ওরা যা চাইছে সেটা পূরণ করুন। সবাই এখানে শান্তভাবে বসেই প্রতিবাদ করছে। রক্তারক্তি তো কেউ করেনি! গোটা দেশ আজ কৃষকদের পাশে। এই গুরুতর ইস্যুটিকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন না।"

এর পাশাপাশি দিলজিৎ এও বলেন যে, "আজ আমি এখানে বলতে নয়, শুনতে এসেছি। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক ভাইদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আবারও একটা ইতিহাস গড়ে তুললেন।" প্রসঙ্গত, ৮ ডিসেম্বর গোটা দেশে বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা।

Diljit Dosanjh
Advertisment