Advertisment
Presenting Partner
Desktop GIF

শেষ রক্ষা হল না, নিঃশব্দেই চলে গেলেন বলিউড অভিনেতা ফারাজ খান

অভিনেত্রী পূজা ভাট এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন।

author-image
IE Bangla Web Desk
New Update
faraaz-khan

প্রয়াত অভিনেতা ফারাজ খান (Faraaz Khan)। সম্প্রতি জানা গিয়েছিল যে গুরুতর অবস্থায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভরতি ছিলেন অভিনেতা। সেখানেই চিকিৎসা চলছিল রানি মুখোপাধ্যায়ের 'মেহেন্দি' সিনেমার ওই অভিনেতার। তবে বুধবার সকালেই এল ফারাজ খানের মৃত্যুর খবর। সূত্রের খবর, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনেন পূজা ভাট (Pooja Bhatt)।

Advertisment

নব্বইয়ের দশকে 'মেহেন্দি', 'ফরেব'-এর মতো একাধিক হিট ছবির নায়ক ফারাজ। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মহাভারতের জনপ্রিয় অভিনেতা ইউসুফ খানের ছেলে। মস্তিষ্কে সংক্রমণের পর থেকেই ফারাজ হাসপাতালে ভরতি ছিলেন। এবং তাঁর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও জানা গিয়েছিল। উপরন্তু নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর তাঁর দুটি ফুসফুসও ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে আইসিইউতে রাখা হয় তাঁকে। সেই সময়ও অভিনেত্রী পূজা ভাট ফারাজের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে অনুরাগীদের কাছে আবেদন রেখেছিলেন। একসময়ে বলিউডের বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করলেও দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে পর্দায় দেখা যায়নি।

প্রায় এক বছর ধরে কাশি এবং বুকের সংক্রমণে ভুগছেন ফারাজ। করোনার অতিমারীর ফলে তাঁর সংক্রমণ আরও বেড়ে গিয়েছে। ভিডিয়ো কলে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা ভেবেছিলেন ফারাজ। গত ৮ অক্টোবর ভিডিয়ো কলের পর তাঁকে দেখেন ডাক্তার হাসপাতালে ভরতি করতে বলেন। অ্যাম্বুল্যান্স ডেকে সঙ্গে সঙ্গেই ফারাজ হাসপাতালে ভরতি হতে যান।' হাসপাতালে যাওয়ার পর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। আর আজ, বুধবারই অভিনেতার প্রয়াত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এদিন সকালে এই খবর প্রকাশ্যে আসার পরই বলিউড তারকারা শোকবার্তা জ্ঞাপন করেন নেটদুনিয়ায়।

Bollywood News Faraaz Khan
Advertisment