scorecardresearch

‘আপনি না মহানায়কের নাতি!’ গৌরবের ‘বেমানান’ ফ্যাশন সেন্স দেখে চমকে উঠেছেন ভক্তরা

মেয়েদের প্যান্ট পড়েছেন গৌরব? জুটল রণবীর সিং পার্ট-২ তকমাও!

gourab chatterjee, gourab chatterjee actor, uttam kumar, mahanayak uttam kumar
গৌরব চট্টোপাধ্যায়

ফ্যাশনে কর কিছুই না হয়! আর ছেলে মেয়ে উভয়েই যে যেকোনও পোশাক পড়তে পারেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। অন্তত এই বিষয়টি নেহাত ভাল ভাবে বুঝিয়ে দিয়েছেন বলিউডের স্টার পারফর্মার রণবীর সিং। এদিকে, বাংলা ইন্ডাস্ট্রিতে পোশাক একটু এদিক থেকে ওদিক হলেই রে রে করে তেড়ে যাচ্ছেন অনুরাগীরা! এবার, সেই একই ঘটনার শিকার গৌরব চট্টোপাধ্যায়।

উত্তম কুমারের নাতি বলে কথা, ইন্ডাস্ট্রিতে সকলেরই খুব স্নেহের পাত্র গৌরব। বিশেষ করে দাদুর আদর্শ মেনে নিয়েই সিনেমা থেকে টেলিভিশন সর্বত্রই নিদারুণ কাজ করছেন। তবে, এবার তাঁকে নিয়েও ট্রোল। নাম উঠল মহানায়কেরও। কিন্তু কেন? কী এমন করেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় গৌরব এবং তাঁর স্ত্রী দেবলীনা। মাঝেমধ্যেই নানান ছবি শেয়ার করেন। এবারও তাঁর ব্যতিক্রম নয়। পরনে সাদা কালো স্ট্রাইপ জামা, সঙ্গে জিন্স – এই অবধি ঠিকই ছিল। কিন্তু জিন্সের স্টাইল দেখেই চোখ কপালে নেটপাড়ার। “কার জিন্স পড়েছেন আপনি…?” সোজা প্রশ্ন ছুঁড়লেন গৌরবের দিকে।

“দেখে তো মনে হচ্ছে বউয়ের জিন্স পড়েছেন?”..শুধু এটুকুই নয়। বরং কেউ বললেন, “খুব দরকার ছিল”? আবার কেউ বললেন, তাড়াহুড়োয় মেয়েদের জিন্স পড়ে বেড়িয়ে গিয়েছেন? আবার কেউ বললেন, “তুমি ভুলে যাচ্ছ উত্তম কুমারের বংশধর তুমি, উনি নিচে নেমে এসে ক্লাস নেবেন”। জুটল  রণবীর সিং পার্ট ২ এর তকমাও। যদিও, এই প্রসঙ্গে গৌরবের নিজস্ব কোনও বক্তব্য শোনা যায় নি। তিনি বেশ সাবলীল ভাবেই পোজ দিয়ে ছবি তুলেছেন।

উল্লেখ্য, বন্ধু পরমের ছবি ঘরে ফেরার গানের এক বিশেষ অনুষ্ঠানেই গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর ফ্যাশন সেন্স নিয়ে কাটাছেঁড়া দর্শকদের মধ্যে। এখন খুব একটা সিনেমার পর্দায় দেখা না গেলেও টেলিভিশনে চুটিয়ে কাজ করছেন তিনি। ব্যস্ত গাঁটছড়া ধারাবাহিকেও। আবার মাঝেমধ্যে সাইকেল নিয়ে এদিক ওদিক বেড়িয়ে পড়েন। কখনও বা ছুটি কাটাতে যান মালদ্বীপে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Actor gourab chatterjee trolled for his fashion sense