আজ সিনেপ্রেমীদের কাছে যেন এক উৎসব। কারণ, আজ জিতের জন্মদিন। গতকাল রাত থেকেই তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। অভিনেতার বাড়ির বাইরে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস দেখান তাঁর ভক্তরা। আর আজ দুপুর গড়াতেই বাংলার সুপারস্টারের বাড়ির সামনে অগণিত মানুষ। ঠিক যেমন শাহরুখের জন্মদিনে হয় মন্নতের বাইরে।
জিতের ভক্তরা, স্লোগান দিতে আরম্ভ করলেন। আর বাড়ির ব্যাল্কনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁদের উন্মাদনা দেখলেন অভিনেতা। বরাবরের মত সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অভিনেতাকে দেখে তাঁরা যেন উচ্ছ্বাসের মাত্রা বাড়িয়ে দিলেন। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ও বন্ধু, তুমি শুনতে কী পাও...', এই সেই গান যার মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। জিতের সঙ্গে জিতের দুই পরিবার সামিল হয়েই তাঁর জন্মদিন উদযাপন করলেন।
কৃতজ্ঞতা, Gratitude, आभार 🫶🙏🤗
Posted by JEET on Saturday, November 30, 2024
এমনটাই বলতে শোনা গেল অভিনেতাকে। আজ শহর কলকাতায় প্রচণ্ড বৃষ্টি। কিন্তু, অভিনেতার ভক্তরা যেন থামলেন না। বরং তাঁরা এই বৃষ্টি মাথায় করেও এলেন সুপারস্টারের সঙ্গে দেখা করতে। আর জিৎ তাঁদের ডাকে সাড়া দেবেন না, হয় না। অভিনেতার পরিবারের তালিকায় তাঁর ছেলে জুড়েছেন গতবছর থেকে। শুধু তাই না, তাঁকে কোলে করে সকলের সামনে নিয়ে এলেন অভিনেতা।
একবছরের খুদে তো সামনে এত ভিড় দেখে ঠোঁট উল্টে একাকার। অভিনেতা সামনে দাঁড়িয়ে থাকা জনগণের সামনে বললেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তখন সামনে ঢাক ঢোল-তাশা বেজে চলেছে। হাসিমুখে অভিনেতা বললেন.. সময়ের সঙ্গে সঙ্গে অনেক অনুভূতি হয়, বেশ কিছু বিষয় ভীষণ কাছের হয়ে ওঠে। কিন্তু, এমন একটা বিষয় যা শুধু পরিবারের মধ্যে মেলে, সেটা হল ভালবাসা এবং আনুগত্য। আমি কৃতজ্ঞ আপনারা আমায় ভালবাসা দিয়েছেন।"
Posted by JEET on Saturday, November 30, 2024
অভিনেতা এই সময়ে, আজকের বিশেষ দিনে তাঁর দুই গুরুত্বপূর্ণ পরিবারকে পাশে পেয়ে ধন্য। তিনি আরও বললেন, আজ আমার দুটো পরিবার সঙ্গে রয়েছে। একটা যেখানে আমি জন্মেছি, আর দ্বিতীয় যারা আমায় ভালবাসা দিয়েছেন।" শুধু এই বাংলায় নয়, জিতের বাংলাদেশে অনেক ফ্যান রয়েছে। অভিনেতা বললেন...
"যারা আজ এই শহরে নেই, তাঁরাও আমার খুব কাছের। যারা এই বাংলায়, শহরে, মফসসলে রয়েছেন, কিংবা বাংলাদেশে, আমি সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাই।" সকলের দেওয়া উপহারের কেক, অভিনেতা কেটেছেন। এমনকিসব ভক্তদের সঙ্গে দেলফি পর্যন্ত তুলেছেন তিনি। সত্যিই যেন তিনি টলিপাড়ার শাহরুখ খান।