Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeet-RG Kar: নতুন ভারতে এটাই কাম্য? 'নারী নিরাপত্তা কোথায়..', প্রতিবাদে গর্জে উঠলেন জিৎ

Jeet on RG kar: আজ শহর জুড়ে নারীদের তীব্র প্রতিবাদ। যোগ দিতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই। জিৎ ঠিক কী বলেছেন নিজের পোস্টে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor Jeet shared why women torture still happen in new India tollywood news

ঘৃণ্য ঘটনার প্রতিবাদে কী বলছেন জিৎ?

আজও কেন মেয়েদের টার্গেট করা হবে? ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ সরব জিৎ। অভিনেতা সহজে কোনও বিষয়ে মুখ খোলেন না। তবে, এই ঘটনায় তাঁকে সরব হতে দেখা গেল। একজন মেয়ের বাবা হিসেবেও যেন কথা বলছেন জিৎ। তাঁর প্রতিটা শব্দে শুধুই প্রশ্ন।

Advertisment

আজ সারারাত এই রাজ্যের নারীদের নামে। তাঁরা আর নিজের এলাকায় ভয় করবেন না। তাঁর থেকেও বড় কথা, মেয়েরা রাত্রিবেলা বেরোবে কেন? এই প্রশ্নই তারা শুনতে নারাজ। আওয়াজ তুলেছেন অনেকেই। টলিপাড়ার নায়িকাদের পাশাপাশি নায়কদের অনেকেই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এবার জিৎ সেই তালিকায় জুড়লেন।

আজ শহর জুড়ে নারীদের তীব্র প্রতিবাদ। যোগ দিতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই। জিৎ ঠিক কী বলেছেন নিজের পোস্টে?

অভিনেতার কথায়, "আমরা স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনে অবস্থান করছি। কিন্তু, একটা প্রশ্ন আমাদের মাথায় ঘোরাফেরা করছে, যে সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি? আজও কেন মেয়েদের টার্গেট করা হচ্ছে? আজও কেন এই ধরনের ঘৃণ্য অপরাধ হচ্ছে? সমাজ হিসেবে এই অপরাধের বিরুদ্ধে আমাদের সত্যিকারের অবস্থান আসলে কোথায়? আমি ভাবতেও পারি না, সেই মেয়েটি কোন যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। আমি অনুভব করতে পারছি, তাঁর পরিবারের অসহনীয় যন্ত্রণার কথা। কোনও শব্দই তাঁর মৃত্যু এবং যন্ত্রণার সামনে খাপ খায় না।"

এখানেই শেষ না। জিৎ এবার বিচার চেয়ে লিখলেন... "যেটা হয়েছে, তাতে আমি বাকরুদ্ধ। নারী নিরাপত্তা নতুন ভারতের প্রথম শপথ হওয়া উচিত। আমি অনুরোধ করব সমস্ত সচিবদের, আপনারা ন্যায়ের পথে হাঁটুন। আপনারা মেয়েটিকে বিচার দিন।" অভিনেতার পোস্টে সহমত তাঁর ভক্তরা। কেউ কেউ তো তাঁকে, একসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ করার ডাক পর্যন্ত দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, "আর বাড়িতে বসে থাকার দিন না। বরং এক হন সকলে।"

tollywood jeet Entertainment News
Advertisment