Advertisment

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার 'মহাপ্রভু', যিশুর উদ্যোগে দক্ষিণ কলকাতায় সেফ হোম

শুধু দক্ষিণ কলকাতার বাসিন্দারাই নন, ঘর ফাঁকা থাকলে শহরের যে কোনও প্রান্তের মানুষ আশ্রয় পাবেন এখানে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার সরকারের পাশে মহাপ্রভু। অর্থাৎ অভিনেতা যিশু সেনগুপ্তের উদ্যোগে দক্ষিণ কলকাতায় তৈরি হচ্ছে সেফ হোম। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিষ কুমারের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা। এমনটাই সূত্রের খবর। এক ডিজিটাল সংবাদমাধ্যমকে, সেই কেন্দ্রের তৃণমূল বিধায়ক বলেছেন, ‘যিশু সেনগুপ্ত যোগাযোগ করেন আমার সঙ্গে। জানান, অনেক দিন ধরেই তিনি কোভিড রোগীদের জন্য কিছু করার কথা ভাবছেন। এর পরেই তিনি নিভৃতবাস তৈরির প্রস্তাব দেন। যিশুর এই উদ্যোগ আমাকেও অনুপ্রাণিত করেছে।’

Advertisment

কোথায় হবে এই সেফ হোম? বিধায়ক বলেন, ‘অতিমারীর কারণে দক্ষিণ কলকাতার সংস্কৃতি চর্চাকেন্দ্র বাণীচক্র ফাঁকা পড়ে। সেখানে নিভৃতবাস তৈরি করা সম্ভব।‘

এরপরেই এই ভাবনা বাস্তবায়িত করতে কোমর বেঁধে নেমেছেন এই তারকা এবং রাজনীতিবিদ। দেবাশিস কুমারের দাবি, ‘বাণীচক্রে ২৫ জন কোভিড পজিটিভ রোগী থাকতে পারবেন। থাকা, খাওয়ার পাশাপাশি নিভৃতবাসে যতখানি চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব ততটাই দেওয়া হবে।‘ তিনি জানান, আচমকা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব রোগীর পরিবারের।

জানা গিয়েছে, একমাত্র ওষুধের খরচ বহন করতে হবে আক্রান্তের পরিবারকে। বাকি পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। শুধু দক্ষিণ কলকাতার বাসিন্দারাই নন, ঘর ফাঁকা থাকলে শহরের যে কোনও প্রান্তের মানুষ আশ্রয় পাবেন এখানে। সব ঠিক থাকলে বুধবার থেকে খুলে যাবে এই ‘সেফ হোম’।

Safe Home in Kolkata TMC MLA South Kolkata Jishu Sengupta
Advertisment