Advertisment
Presenting Partner
Desktop GIF

Joyjit Banerjee-RG kar: শহরে জ্বলজ্বল করছে কন্যাশ্রী, অনতিদূরে জাস্টিসের জোরালো সুরে বাস্তব দেখালেন জয়জিৎ

RG kar death: উই ওয়ান্ট জাস্টিস - সারা শহর থেকে মফস্বল সর্বত্রই একই শব্দ শোনা গেল। তাঁর পাশাপাশি, আর জি কর ভাঙচুর চালিয়ে প্রায় সবটাই তছনছ করে দেয় দুষ্কৃতীরা। কিন্তু, তারপরেও শহর কাল দেখিয়ে দিয়েছে মেয়েদের ক্ষমতা ঠিক কতটা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor joyjit Banerjee shared a video where kanyashree and rg kar justice movement together

RG kar Death: নিন্দনীয় ঘটনার এক অন্য দিক দেখালেন অভিনেতা...

Joyjit Banerjee on Reclaim the night: শেষ কিছুদিন রাজ্যের চিত্র একদম পাল্টে গিয়েছে। অন ডিউটি ডাক্তারের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। নির্ভয়া কান্ডের এতবছর পরেও কিছুই যেন বদলালো না। সবটাই আগের মতোই রয়ে গিয়েছে। সেই, ধর্ষনের পর একজন মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে কারণে, গতকাল রাত দখল নিয়েছিল।

Advertisment

উই ওয়ান্ট জাস্টিস - সারা শহর থেকে মফস্বল সর্বত্রই একই শব্দ শোনা গেল। তাঁর পাশাপাশি, আর জি কর ভাঙচুর চালিয়ে প্রায় সবটাই তছনছ করে দেয় দুষ্কৃতীরা। কিন্তু, তারপরেও শহর কাল দেখিয়ে দিয়েছে মেয়েদের ক্ষমতা ঠিক কতটা। কিন্তু এই রাজ্যে যেখানে কন্যাশ্রী দেওয়া হয় মেয়েদের জন্য, সেখানে কেন এমনটা ঘটার শেষ নেই? সেই দৃশ্যও যেন স্পষ্ট করলেন জয়জিৎ বন্দোপাধ্যায়।

অভিনেতা গতকাল রাতের এক স্পষ্ট চিত্র তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। একদিকে, এই রাজ্যের তরফে কন্যাশ্রী প্রতিজ্ঞা। আর তাঁর অনতিদূরে দাঁড়িয়েই আপামর মেয়েদের জন্য জাস্টিস চাইছে গোটা শহর। মাননীয়া মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী যেখানে রাজ্যের নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, সেখানে এই অবস্থায় ধিক্কার জানাচ্ছেন বেশিরভাগ। জয়জিতের ভিডিওতে ঠিক এমনটাই দেখা গেল...

আরও পড়ুন - Alia Bhatt-RG Kar Murder: ‘গোড়াতেই গণ্ডগোল…’, আর জি কর কাণ্ডে কার দিকে ইঙ্গিত ছুঁড়লেন আলিয়া?

শহরের একদিকে একটি পোস্টার, যেখানে লেখা আমি প্রতিজ্ঞা, আমি কন্যাশ্রী। তাঁর ঠিক পাশে নারী নিরাপত্তার স্লোগান তুলছে গোটা শহর। মেয়েরা আজও, সুরক্ষিত না। স্বাধীনতার ৭৮ বছর পরেও মেয়েরা নিজের দেশে শান্তিতে হাঁটাচলা করতেও পারবেন না। অভিনেতার এই ভিডিও দেখে বেশিরভাগই জানিয়েছেন, এই ট্রানযিশন মারাত্মক।

তাঁরা প্রতিবাদের সুরে বলছেন, সব  জায়গাতে কি ভিষন অরাজকতা। তবুও ক্ষমতাহীন শাসক কিছুতেই হবো না। উলঙ্গ করে দিলেও চেয়ার আকরে বসেই থাকব।" আবার কেউ বললেন, "অপরাধটা তো আমাদেরই আমরাই তো এই সরকারকে গদিতে বসিয়েছি। এর আগেও কত ঘটনা ঘটেছে আমরা চোখ বুজে থেকেছি।"

tollywood Entertainment News RG Kar Medical College
Advertisment