Advertisment
Presenting Partner
Desktop GIF

‘বাপ্পিদা’র হাসি মুখটাই মনে রাখতে চাই’, ডিস্কো কিংয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মিঠুন

বাপ্পিদার সুরে আর মিঠুনের নাচে মোহিত হতে খুব বেশি সময় নেয়নি আসমুদ্র হিমাচল। চার দশকের সেই জুটিতেই ভাঙন ধরাল মৃত্যু।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bappi lahiri, Mithun chakraborty, Mithun Chakraborty reveals why he didn't attend Bappi Lahiri's funeral, বাপিদা’র নিথর দেহ দেখার ক্ষমতা ছিলনা না , bengali news

বাপ্পি লাহিড়ী, মিঠুন চক্রবর্তী

কিংবদন্তী গায়ক তথা সংগীত পরিচালক বাপ্পিদা'র শেষকৃত্যে দেখা যায়নি তাঁর আদরের 'মিঠুন'কে ! কেন? অবশেষে এই নিয়ে নিজেই মুখ খুললেন মহাগুরু! তিনি জানালেন, বেঙ্গালুরুতে থাকাকালীন প্রিয় সেই বন্ধুর মৃত্যুর খবরে ভীষন ভাবে আঘাত পান তিনি। মিঠুন চাননি প্রিয় বাপ্পিদা'কে এভাবে দেখতে। তাই তিনি যান নি বাপ্পিদা'র শেষকৃত্যে। বাপ্পিদা'র হাসি মুখ বুকে আঁকড়ে আগামী দিনে চলতে চান মিঠুন। তিনি আরও জানান, বাপিদা’র নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না তিনি। এভাবে কাছের বন্ধুকে দেখতেও চাননি তিনি।

Advertisment

লতা মঙ্গেশকরের পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাঙালি। তার মাঝেই গত বুধবার সাত সকালে আরও এক বাঙালি তারকার মৃত্যুর খবর এল আরব সাগরের পার থেকে। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত ‘ডিস্কো কিং’। বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার মুম্বইয়ের জুহুর এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির দিশা বদলে গিয়েছিলেন এই বাঙালি। ‘ডিস্কো ডান্সার’, ‘হিম্মতওয়ালা’, ‘শারাবি’, ‘অ্যাডভেঞ্চার্স অফ  টারজান’, ‘ডান্স ডান্স’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো একাধিক সুপারহিট ছবির সংগীতের দায়িত্বভার সামলেছেন তিনি। আমির খানের বাবা তাহির হুসেনের ‘জখমি’র সঙ্গে বলিউডের সংগীত জগতে নিজের আত্মপ্রকাশ দাপটের সঙ্গে ঘোষণা করেছিলেন এই বাঙালি সংগীত শিল্পী। ২০২০ সালে ‘বাগি ৩’ ছবির ‘ভাঙ্গাস’বাপ্পিদার কম্পোজ করা শেষ গান। ১৯৮৪ সালের ‘তোহফা’ চলচ্চিত্রের বাপ্পি লাহিড়ির কম্পোজে ‘এক আঁখ মারু তোহ’ গানের রিমিক্সড ভার্সন। এই ভার্সনটি কম্পোজ করেন তানিষ্ক বাগচী, বাপ্পি দা, দেব নেগি এবং জোনিতা গান্ধী। এর আগে ‘তোহফা’ চলচ্চিত্রের বাপ্পিদা’র সুরে মূল গানটি গেয়েছিলেন, কিশোর কুমার এবং আশা ভোঁসলে।

বাপ্পিদার মৃত্যু এখনও মন থেকে মেনে নিতে পারেননি মিঠুন চক্রবর্তী। তাই প্রিয় বন্ধুর শেষকৃত্যেও যোগ দেননি। এতদিন বাদে জানালেন কেন তিনি আসেননি বাপ্পিদার শেষকৃত্যে। সংবাদ সংস্থা দেওয়া একান্ত এক সাক্ষাত কারে মহাগুরু জানান, 'খুব ভাল বন্ধুত্ব ছিল দু’জনের মধ্যে। ঘণ্টার পর ঘণ্টা নাকি চলত আড্ডা। বেঙ্গালুরুতে থাকাকালীন প্রিয় সেই বন্ধুর মৃত্যুর খবরে ভীষন ভাবে আঘাত পান তিনি'।

‘বাপিদা’র নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না তিনি। এভাবে বন্ধুকে দেখতেও চাননি। তাঁর হাসিমুখটাই মনে রাখতে চেয়েছেন। সেই কারণেই বাপি লাহিড়ীর শেষকৃত্যে যোগ দেননি বলে জানান মিঠুন চক্রবর্তী। শেয শ্রদ্ধা জানিয়ে মিঠুন তাঁর বাপ্পিদার উদ্দেশ্যে বলেন, "আমি নিশ্চিত, তোমার আত্মা স্বর্গে পৌঁছে গিয়েছে। তোমার কথা মনে পড়বে। আজীবন তোমায় ভুলতে পারব না আমি।"

করোনা আক্রান্ত হয়ে গত বছর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। পরে সেরে উঠলেও বেশ অসুস্থ হয়ে পড়েন। করোনার জেরে কন্ঠস্বর হারিয়েছেন বাপ্পিদা, এমন গুজবও রটেছিল। যদিও ছেলে বাপ্পা লাহিড়ি সেই সময় জানিয়েছিলেন, ‘কোভিডের পাশাপাশি বাবার ফুসফুসেরও সমস্যা দেখা দিয়েছিল। বাবাকে কথা বলতে বারণ করা হয়েছে'।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়ার কারনেই মৃত্যু হয়েছে বাপ্পি লাহিড়ির। বাপি লাহিড়ীর (Bappi Lahiri) গান, আর মিঠুন চক্রবর্তীর নাচ। এই ছিল আটের দশকের ব্লকবাস্টার জুটি। সেই জুটি ভাঙল ১৫ ফেব্রুয়ারি। প্রয়াত বলিউডের ‘ডিস্কো কিং’ বাপি লাহিড়ী।

নিম্নবিত্ত পরিবার থেকে সাহস করে বলিউডে পা রাখা মিঠুন থেকে আজকের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠা বলিউডের অজস্র হিট ছবির নায়কের খ্যাতির নেপথ্যে অনেকটাই জুড়েছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর গানেই মিঠুন হয়ে ওঠেন 'ডিস্কো ডান্সার'। দু'জনের জুটিতে তার পর একের পর এক সাড়া জাগানো গান। বাপ্পির সুরে আর মিঠুনের নাচে মোহিত হতে খুব বেশি সময় নেয়নি আসমুদ্র হিমাচল। চার দশকের সেই জুটিতেই ভাঙন ধরাল এই মৃত্যু।

mithun chakraborty Bappi Lahiri
Advertisment