রাশিয়ার পর এবার দুবাই। ভিন দেশ থেকে ভারতীয়দের ফেরানোয় একের পর এক উদ্যোগ নিচ্ছেন সাংসদ-অভিনেতা-প্রযোজক দেব। শুরুটা হয়েছিল দেশেরই ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো দিয়ে। তারপর আর থেমে থাকেননি ঘাটালের সাংসদ। রাশিয়ার আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ডাকে সাড়া দিয়ে ফিরিয়ে আনলেন তাদের। এবার দুবাইয়ে আটকে পড়া বাঙালিদের ফেরানোর ব্যবস্থা করলেন তিনি।
বন্দে ভারত মিশনের অধীনে দুবাইয়ের ১৭১ জন বাঙালিকে বাড়ি ফেরালেন দেব। রবিবার দুবাই থেকে ওড়া একটি আন্তর্জাতিক বিমানে ১৭১ জন দেশে ফিরেছেন। কুড়ি দিন আগে দুবাই থেকে এক ব্যক্তি দেবকে মেসেজ করেন। জানান, কলকাতা থেকে দুবাইয়ের বিমান বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না।
আরও পড়ুন, ‘ভাই যেখানেই থাকিস সবসময় খুশি থাকিস’, সুশান্তকে নিয়ে পোস্ট দিদি শ্বেতার
সমস্যার কথা শুনে আশ্বাস দিয়েছিলেন, চেষ্টা করবেন সাংসদ। তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বন্দোবস্ত করা শুরু করেন অভিনেতা। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার কাজও শুরু করেন দেব। এঁদের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরার কিছু মানুষ রয়েছেন। রবিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছয় এই বিমান।
আরও পড়ুন, বর্ষার এইসব গান মানেই নস্টালজিয়া আর খিচুড়ি-আলুভাজা
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের সংক্রমণ এখনও অব্যাহত বিশ্বজুড়ে। এই প্রেক্ষাপটে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায় শুরু হচ্ছে ৩ জুলাই থেকে। এই পর্যায়ে মোট ১৭টি দেশ থেকে ১৭০টি বিমানে করে দেশে ফেরানো হবে ভারতীয়দের, এমনটাই খবর সরকারি সূত্রে।
মার্চ মাসের শেষাশেষি দেশব্যাপী করোনাভাইরাসের আবহে লকডাউনের পর ৬ মে থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করে ফেরানো হতে থাকে প্রবাসে আটকে পড়া ভারতীয়দের। বন্দে ভারত মিশনের চতুর্থ ধাপের সময়সীমা জুলাইয়ের ৩ তারিখ থেকে ১৫ তারিখ অবধি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কেনিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, কাজাখস্তান, সৌদি আরব, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, মায়ানমার, জাপান, ইউক্রেন এবং ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনা হবে ভারতীয় নাগরিকদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন