Bollywood Actor Death: না ফেরার দেশে অভিনেতা বন্ধু, পুজা বলছেন, "চারপাশটা কেমন এলোমেলো"

বাবা-মা চলে যাওয়ার পর আরও তিনি ভেঙে পড়েছিলেন এমনটাই জানিয়েছিলেন তাঁর দাদা রাহুল। বিবাহ-বিচ্ছেদ তাঁর জীবন পাল্টে দিয়েছিল। আর গতকাল তাঁর মৃত্যুর...

বাবা-মা চলে যাওয়ার পর আরও তিনি ভেঙে পড়েছিলেন এমনটাই জানিয়েছিলেন তাঁর দাদা রাহুল। বিবাহ-বিচ্ছেদ তাঁর জীবন পাল্টে দিয়েছিল। আর গতকাল তাঁর মৃত্যুর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
puja

বন্ধুকে হারিয়ে শোকাহত অভিনেত্রী...

বন্ধু হারানোর যন্ত্রণা যে কী মারাত্মক, সেকথা হয়তো বা সকলে বোঝেন না। যারা তাঁদের কাছের মানুষকে অকালে হারান, তারাই সেই কষ্টের মধ্যে দিয়ে যান। অভিনেতা মুকুল দেব চলে গিয়েছেন প্রায় একমাস হল। এবং তাঁর মৃত্যুর কারণ নিয়েও নানা কথা শোনা গিয়েছে। মানসিক অবসাদে ভুগতে ভুগতে তিনি যে এই কাণ্ড ঘটিয়েছেন, এমন কোথাও শোনা গিয়েছিল। তিনি তাঁর নিজের খেয়াল রাখতেন না। 

Advertisment

বিশেষ করে বাবা-মা চলে যাওয়ার পর আরও তিনি ভেঙে পড়েছিলেন এমনটাই জানিয়েছিলেন তাঁর দাদা রাহুল। বিবাহ-বিচ্ছেদ তাঁর জীবন পাল্টে দিয়েছিল। আর গতকাল তাঁর মৃত্যুর একমাস উপলক্ষেই তাঁর আরেক বন্ধু পুজা এক দারুণ নোট লিখেছেন। চোখের নিমেষেই কেটে গেল একটা মাস। মানুষটা আর নেই। পুজা নিজের মনের কথা লিখলেন সমাজ মাধ্যমে। অভিনেতাকে নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। বিশেষত, তাঁর ভাই রাহুল জানিয়েছিলেন যারা তাঁর ভাইকে নিয়ে এত জ্ঞান দিচ্ছেন, তাঁরা কিন্তু ভাইয়ের খোঁজ নেননি। 

Pahalgam Attack 2025: দেশের পরোয়া নয়, পহেলগাঁও হামলার পরেও ভারত বিদ্বেষী কাজ করলেন দিলজিৎ?

Advertisment

অন্যদিকে, একমাস পার হতেই পুজা সমাজ মাধ্যমে লিখলেন, "চোখের নিমেষেই একটা মাস চলে গেল। পৃথিবীটা এলোমেলো হয়ে গেল কেমন যেন।" বন্ধুকে হারিয়ে তিনি ইমোশনাল হয়ে পড়েছেন। চারপাশে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। তিনি আরও বললেন,  "আমি বজ্রপাতের শব্দে সান্ত্বনা পাই এবং তোমাকে প্রায়ই দেখি, বিক্ষিপ্ত আকাশের মধ্য দিয়ে জ্বলজ্বল করা তারাগুলিতে। উঁচুতে উড়ে যাও এবং আমার বন্ধু মুক্ত করো নিজেকে। তোমাকে চিরকাল ভালোবাসা হবে, অনুভব করা হবে এবং মিস করা হবে। খুব কমই দেরি হয়ে গেছে? হয়তো। কিন্তু কখনও যথেষ্ট নয়.. কখনও নয়, কখনও যথেষ্ট নয়।" 

পুজার এই পোস্ট দেখে মুকুল দেবের ভাই রাহুল দেব ভীষণ কষ্টে। তিনি যেন অনেকটা ভরসা খুঁজে পেলেন। তিনি বলছেন, "তোমার প্রতি কৃতজ্ঞ আমি পুজা।" প্রসঙ্গে ৫৪ বছর বয়সে মারা যান মুকুল। বলিউড ছবি তো বটেই, তিনি কাজ করেছিলেন বাংলা ছবিতেও। দেব এবং জিতের ছবিতে ভিলেনের ভুমিকায় তাঁকে দেখা গিয়েছিল। তাঁর অকাল মৃত্যুতে শোক পালন করে শিল্পী-মহলও। 

Entertainment News Entertainment News Today actor death news