/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mimi-1.jpg)
মিমির সঙ্গে মজার ছলে নীল
মিমি চক্রবর্তী যার অনুপ্রেরণা, তাঁর নাকি এই অবস্থা! সহজেই মিমির দেখানো পথকে উপেক্ষা করে চলে গেলেন এই অভিনেতা, উল্টে পাল্টে নিজের মত করে সবকিছু সৃষ্টি করলেন, আর সেই দেখে মিমি...
হিরোইন বলে কথা, নিজের খেয়াল তো রাখতেই হয়। যোগ দিবসে সকাল সকাল শীর্সাসন করে দেখালেন মিমি। কিন্তু, এরপরেও শুধরনোর নাম নেই টলি অভিনেতার। উল্টে নিজের বানানো কিছু আসন সকলের সামনে আনলেন তিনি। তিনি আর কেউ নন, বরং নীল ভট্টাচার্য। অভিনেতা এক্কেবারে মিমির উল্টো। কী করলেন তিনি?
আরও পড়ুন < ‘শীঘ্রই গান পাঠাচ্ছি…’, পদ্মাপাড়ে গান গাইতে চলেছেন অরিজিৎ সিং? ওপার বাংলার শিল্পী দিলেন ইঙ্গিত! >
শরীর ভাল রাখতে প্রয়োজন পড়ে আসনের। আর মন ভাল রাখতে? মিমির চেয়ে এক্কেরে উল্টো কথা বললেন নীল। আসনের জায়গায় যা করে দেখালেন তা হল মন ভাল রাখার চাবিকাঠি। আসন করতে বসেও তিনি খাবারের প্লেট হাতে তুলে নিলেন। যার নাম দিলেন ইটাসন। তারপরেও চুমুক দিলেন পানীয়তে, তাঁর নাম দিলেন শিপাসন। এরপর, সোজা চাদর মুড়িয়ে ঘুমিয়েই পড়লেন। যার নাম দিলেন স্লিপাসন। আর এই কান্ড দেখে?
হেসে গড়াগড়ি মিমির। তাঁর আসনের বৈপরীত্য নাকি এই? মিমি সকলকে অনুপ্রেরণা দিন একথা বলতে ভুললেন না নীল। তবে, তাঁর এই ক্রিয়েটিভ দিক দেখে যেন ভাষা হারিয়েছেন মিমি। বলে বসলেন, এটা এত সুন্দরভাবে বানানো, আমি কী আর বলব। অন্যদিকে, হেসে খুন ভক্তরাও। তাঁরাও বেশ মজা পেয়েছেন।