Parambrata Chatterjee-women's Day: একথা একেবারেই সত্যিই, যে নারীদিবসের আলাদা করে প্রয়োজন নেই। প্রতিদিন যদি নিজের চারপাশের মানুষগুলোকে সেলিব্রেট করা যায়, কিংবা সব মেয়েদেরই খেয়াল রাখা যায় তবে, আলাদা করে ক্যালেন্ডারে আর নারী দিবসের প্রয়োজনীয়তা নেই। এমনকি, মেন্স ডের ক্ষেত্রেও তাই।
তবে, আজ যেহেতু নারী দিবস, তাই তারকাদের অনেকেই সমাজ মাধ্যমে কিছু না কিছু পোষ্ট করছেন। প্রত্যেকের জীবনে বেড়ে ওঠার পথেই বহু নারীর অবদান থাকে। মায়ের স্নেহ হোক, কিংবা বোনের সঙ্গে খুনসুটি অথবা মারামারি, আবার পরবর্তীতে স্ত্রীর ভালবাসা হোক কিংবা মেয়ের আদর, নারী ছাড়া বেড়ে ওঠা যেন অসম্ভব। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর কাছেও এতদিন মা ছাড়া আর কোনও নারীর জায়গা না থাকলেও, এখন সেই জায়গা পরিপূর্ণ।
অভিনেতা বাবা হতে চলেছেন। তাঁদের প্রথম সন্তান আসন্ন। এখন কাজের বাইরে বাকিটা সময় পিয়াকে সঙ্গে নিয়েই সময় কাটান। তাই তো, এই নারী দিবসে তাঁর কাছের দুই নারীকে সঙ্গে নিয়েই সুন্দর কয়েকটি ছবি আপলোড করলেন তিনি। প্রথম ছবিতে একদম ছোট পরমব্রত। মুখের আদলের সঙ্গে যদিও বা বর্তমানের মিল আছে। সঙ্গে বাবা সতীনাথ চট্টোপাধ্যায় এবং মা সুনেত্রা ঘটক চট্টোপাধ্যায়। ছোটবেলার এক স্মৃতি শেয়ার করেছেন তিনি। দ্বিতীয় ছবিতে রয়েছেন মায়ের সঙ্গে। আর তৃতীয়...?
বর্তমানে যে রমণী তাঁর সুখের সংসার সাজিয়েছেন তিনি। অর্থাৎ স্ত্রী পিয়া চক্রবর্তী। অভিনেতা এই সুন্দর কয়েকটি ছবি আপলোড করে সমাজ মাধ্যমে লিখছেন... "না সুদে, না শোধে, তবুও বাড়তে থাকে ঋণ, ভালবাসায় সীমাহীন।" সত্যিই তো, এই দুই সম্পর্ক, তাতে কত কোটি যে ঋণ রয়েছে, তাঁর ইয়োত্তা নেই। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সেই বোঝা বাড়লেও শোধ করা হয় না। মায়ের সঙ্গে সন্তানের যা সম্পর্ক তাঁকে ঋণের সঙ্গে তুলনা করলে ছোট করা হবে। কিন্তু, পরম যে দিব্যি সুন্দর সময় কাটাচ্ছেন, একথা অস্বীকার করা যায় না।
উল্লেখ্য, সামনেই অনেকগুলো কাজ রয়েছেন পরমের। কিলবিল সোসাইটি থেকে নিকষ ছায়া ২, এমনকি খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার - অনেক নতুন প্রজেক্টে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়।