/indian-express-bangla/media/media_files/2025/08/25/parineeti-2025-08-25-13-42-16.jpg)
নতুন শুরু রাঘব-পরিণীতির...
অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী, আপ সাংসদ রাঘব চাড্ডা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। তাদের ঘরে আসছে প্রথম সন্তান। সোমবার দম্পতি সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি শেয়ার করেন, আর মুহূর্তেই ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্য বিভাগ।
রাঘব ও পরিণীতি ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে গর্ভধারণের খবর জানান। পোস্টের প্রথম ছবিতে দেখা যায় একটি সুন্দর গোল কেক, যার ওপর লেখা ছিল- "১ + ১ = ৩"। পাশে আঁকা দুটি সোনালি রঙের ছোট্ট পায়ের ছাপ। সঙ্গে তারা একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে দু’জনে হাত ধরে সবুজে ঘেরা একটি বাগানে হাঁটছেন। ক্যাপশনে তারা লিখেছেন, "আমাদের ছোট্ট মহাবিশ্ব আসার পথে… অসীম কৃতজ্ঞতা।"
ভক্তরা এবং সেলিব্রিটিরা মন্তব্যে অভিনন্দন জানিয়েছেন। সোনম কাপুর লিখেছেন, "অভিনন্দন প্রিয়।" ভূমি পেডনেকর ও হুমা কুরেশি সরাসরি লিখেছেন, “অভিনন্দন।” কয়েক মাস ধরে তাদের সন্তানের আগমনের গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে দম্পতি নিজেরাই খবরটি নিশ্চিত করলেন।
Kantara Actor dies: সোমের সকালেই দুঃসংবাদ! প্রয়াত 'কান্তারা' অভিনেতা ...
এর আগে স্বাধীনতা দিবসে পরিণীতি একটি পোস্টে স্বামীর সঙ্গে ঘরে বসে সময় কাটানো ও স্বাস্থ্যকর খাবারের ছবি শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, "ঘরে বসে এক বিকেল, দেশ ও পারিবারিক ভালোবাসার রঙে রাঙানো। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!"
কর্মজীবনের ক্ষেত্রে, পরিণীতি শিগগিরই নেটফ্লিক্সের একটি সিরিজে অভিনয় করবেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন তাহির রাজ ভাসিন, জেনিফার উইঙ্গেট, হারলিন শেঠি, চৈতন্য চৌধুরী, সুমিত ব্যাস ও অনুপ সোনি। সিরিজটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে।
সম্প্রতি দম্পতিকে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তেও দেখা গেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে উদয়পুরে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তার আগে একই বছরের মে মাসে নয়াদিল্লিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল।