/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/Richa-Chhadda.jpg)
অভিনেত্রী পায়েল ঘোষের বিরুদ্ধে মানহানি মামলা অবশেষে তুলে নিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। পায়েলের বিরুদ্ধে এক কোটি টাকার মামলা করেছিলেন রিচা। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করার সময় রিচার বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন পায়েল। তার জেরেই মানহানির মামলা ঠুকেছিলেন রিচা। সেই মামলায় আদালতে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন পায়েল। ক্ষমা চেয়ে নেওয়ায় মামলাও তুলে নিয়েছেন রিচা।
এই ঘটনার কথা টুইট করতেই বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী রিচার পাশে দাঁড়িয়েছেন। রিচার লড়াইয়ের প্রশংসা করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রী-সমাজসেবী দিয়া মির্জাও রিচার লড়াইকে কুর্নিশ জানিয়ে বলেছেন, "তোমার লড়াই প্রত্যেককে সাহস জোগাবে। বিশেষ করে মহিলাদের।" প্রসঙ্গত, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর অভিনেত্রী রিচা চাড্ডার বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন পায়েল ঘোষ। তখন বম্বে হাইকোর্টে পায়েলের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করেন রিচা চাড্ডা।
Done. ???????????????? pic.twitter.com/6wx26LHbr1
— TheRichaChadha (@RichaChadha) October 14, 2020
Good for you Richa. Hope this gives more people the courage to stand up for themselves. Especially women. https://t.co/AT5OzUpkwp
— Dia Mirza (@deespeak) October 14, 2020
এর আগে পায়েল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি রিচার কাছে ক্ষমা চাইবেন না। কারণ, অনুরাগই রিচার নাম নিয়েছিলেন তাঁর কাছে। সেকথাই তিনি অনুরাগের বিরুদ্ধে অভিযোগ আনার সময় বলেছিলেন। কিন্তু রিচার অভিযোগ ছিল, এই বিষয়ের মধ্যে তাঁকে টেনে এনে মানহানি করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন