গুজরাতে বিজেপির হয়ে ভোটপ্রচার করতে গিয়ে প্রকাশ্যেই চরম বাঙালি বিদ্বেষী মন্তব্য করে বসেন পরেশ রাওয়াল। যে বিষয়ে কম তরজা হয়নি! কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত এফআইআর-এর পর বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহম্মদ সেলিমও। যার ভিত্তিতে তালতলা থানা থেকে হাজিরা দেওয়ার নোটিস গিয়েছে পরেশ রাওয়ালের কাছে। এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নেতা-অভিনেতা।
ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহেই হাজিরার নোটিস পাঠানো হয় পরেশকে। এই অবশ্য প্রথম নয়, এর আগে কলকাতা পুলিশের তরফেও হাজিরার নোটিস পাঠানো হয় তাঁকে। তবে সেইসময়ে ই-মেল মারফৎ পরেশ জানান, শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এখনই হাজিরা দেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। এবার এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরেশ রাওয়াল।
<আরও পড়ুন: সিনেমা ধর্মের উর্ধ্বে, ‘আমরা অমর-আকবর-অ্যান্টনি’, নিজের ‘জাত’ টেনে বড় কথা ‘পাঠান’ শাহরুখের>
প্রসঙ্গত, রান্নার গ্যাসের দাম নিয়ে যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ঠিক সেইসময়েই গত ডিসেম্বর মাসে গুজরাতে বিজেপির প্রচারসভায় এসে বাঙালির মাছ-ভাত খাওয়া নিয়ে যে মন্তব্য করেছিলেন প্রবীণ অভিনেতা, তা নিয়ে কার্যত রাজনৈতিক মহলের অন্দরে বিতর্কের ঝড় ওঠে। উদ্বাস্তু সমস্যা, এনআরসি প্রসঙ্গে কথা পারতেই পরেশ রাওয়াল প্রশ্ন ছোঁড়েন, "গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন, বাঙালিদের জন্য মাছ ভাজবেন?" এমন কথা বলার পরই জনরোষের মুখে পড়তে হয় নেতা-অভিনেতাকে। শেষমেশ টুইটে ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি!
ক্ষমাপ্রার্থী পরেশ বিতর্ক থামাতে লিখেছিলেন, "মাছ নিয়ে আলাদা করে বলা অবশ্য ঠিক হয়নি। গুজরাতের মানুষেরাও মাছ খান। আমি শুধু বেআইনিভাবে উড়ে এসে জুড়ে বসা উদ্বাস্তুদের কথা বুঝিয়েছি। কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি। ক্ষমা চাইছি।" এদিকে বাঙালিও সূচাগ্র মেদিনী ছাড়তে প্রস্তুত নয়! কলকাতায় একাধিক FIR হয় পরেশ রাওয়ালের বিরুদ্ধে। হাজিরার নোটিসকে এবার চ্যালেঞ্জ জানিয়ে তিনিই পাল্টা উচ্চ আদালতের দ্বারস্থ।