Advertisment

অসুস্থ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, দু'বার কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

কেমন আছেন এখন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন স্ত্রী।

author-image
Sandipta Bhanja
New Update
Pradip Mukherjee, Pradip Mukherjee is ill, প্রদীপ মুখোপাধ্যায়, জনঅরণ্য অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, bengali news today

প্রদীপ মুখোপাধ্যায়

২ বার কোভিডে আক্রান্ত হয়েছেন প্রদীপ মুখোপাধ্যায়। দিন কয়েক আগে শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সংক্রমণ ছড়িয়েছিল ফুসফুসেও। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বর্তমানে শয্যাশায়ী সত্যজিৎ-বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমার খ্যাতনামা অভিনেতা।

Advertisment

সত্যজিৎ রায়ের পরিচালনায় 'জনঅরণ্য'তে অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়। বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে 'দূরত্ব', এমনকী ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। তাঁর ফিল্মি কেরিয়ারে সমৃদ্ধ সিনেমার সংখ্যাও নেহাত কম নয়। তবুও কালের নিয়মে বর্তমানে লাইমলাইট থেকে অনেক দূরে প্রদীপ মুখোপাধ্যায়। কেমন আছেন? খোঁজ নিতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল।

<আরও পড়ুন: সফল অস্ত্রোপচার, কেমন আছেন এখন সন্ধ্যা মুখোপাধ্যায়?>

ফোন ধরলেন অভিনেতার স্ত্রী। জানালেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আপাতত সেরে উঠছেন প্রদীপ মুখোপাধ্যায়। দিন পনেরো আগে করোনায় আক্রান্ত হওয়ার পর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তবে এখন ধীরে ধীরে সেরে উঠছেন। হাঁটাচলা একেবারেই বন্ধ। বাইরের কারো সঙ্গে ফোনে খুব একটা কথাও বলেন না। তবুও স্ত্রীর থেকে ফোন নিয়ে কথা বললেন। কণ্ঠস্বরেই ফুটে উঠল অসুস্থতার ছাপ। কাঁপা গলাতেই অভিনেতা জানালেন, "বাড়ি ফিরলেও এখন শয্যাশায়ী। আশা করি, সেরে উঠব তাড়াতাড়ি।"

প্রসঙ্গত, ১৯৭৪ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ হয়। এরপরই মাণিকবাবুর পরিচালনায় জনঅরণ্যতে অভিনয় করার প্রস্তাব আসে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে রাজ চক্রবর্তীর ছবিতেও অভিনয় করেছেন। 'অশ্লীলতার দায়ে', 'সতী', 'পুরুষত্তোম', 'হিরের আংটি', 'বাক্স রহস্য', 'কালরাত্রি', 'দহন', 'উৎসব', 'মন্দ মেয়ের উপাখ্যান'-এর মতো বহু ভাল সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। অভিনয়ের পাশাপাশি ল' প্র্যাকটিস করতেন। সেটাও এখন বন্ধ অসুস্থতার কারণে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood satyajit ray Buddhadeb Dasgupta Entertainment News
Advertisment