গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া আক্রান্ত অভিনেতা এবং প্রযোজককে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। কিন্তু শেষ রক্ষা হলো না। গতকাল রাতটা পার করতে না করতেই তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে।
গতকাল যখন তার শারীরিক আপডেট দেওয়া হয়েছিল, পরিবারের সকলেই বলেছিলেন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও তাকে চিকিৎসাধীন রেখেছিলেন তারা। সকলের কাছে অনুরোধ করা হয়েছিল যে তাঁরা প্রার্থনা করেন। সমস্ত প্রার্থনা কে বিফলে ফেলে দিয়ে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা এবং প্রযোজক ধীরাজ কুমার। কাজ করেছিলেন তিনি একাধিক ছবিতে। হিন্দি ছবির জনপ্রিয় মুখ ছিলেন। রাজনকা মৃত্যুর খবর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক বিরাট শোক।
কী হয়েছিল তাঁর?
এই সপ্তাহের শুরুতেই শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল তার। সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিকে তার অবস্থার অবনতি হতেই তাকে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসক জানিয়েছিলেন নিউমোনিয়ায় তার লাঞ্চের অতিরিক্ত পরিমাণে ক্ষতি হয়েছে। পরিবারের তরফে তার মৃত্যুর খবর সকলের সামনে আনা হয়েছে। এবং এই সময় তাঁরা সকলেই একটু প্রাইভেসি চেয়েছেন। তার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অনেকেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিছুদিন আগেই নবী মুম্বাইয়ের ইসকন মন্দিরে তাকে দেখা গিয়েছিল। ইস্কন টেমপেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছিলেন। এমনকি তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে সাধুবাদ জানিয়েছিলেন যে তিনি সনাতন ধর্ম কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
/indian-express-bangla/media/post_attachments/cdn/dheeraj-kumar-edd3a352-604e-4ebb-bf3b-d03878cea16-resize-750-308723.jpeg)
১৯৬৫ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। সুভাষ ঘাই এবং রাজেশ খান্নার সঙ্গে একই ট্যালেন্ট সয়ে তিনি ফাইনালিস্ট ছিলেন। কিন্তু সেই শো জিতে ফেরেন রাজেশ খান্না। শুধু সিনেমা নয়। টিভি সিরিয়ালের ক্ষেত্রেও অভিনয়ের ছাপ ছেড়ে গিয়েছিলেন। ১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে প্রায় ২১টি পাঞ্জাবি ছবিতে তাকে দেখা দিয়েছিল। ক্রিয়েটিভ আই নামক একটি প্রযোজনা সংস্থা তিনি শুরু করেছিলেন। বিখ্যাত বিখ্যাত সব মাইথোলজিক্যাল শো তৈরি করা হতো। তার মধ্যে অন্যতম ওম নমঃ শিবায়। হিন্দি ছবিতে ও তার অবদান ছিল বেশ। অভিনয় করেছিলেন স্বামী, হীরা পান্নার এতকা রাজা নামক ছবিতে।