অলিম্পিকে (Tokyo Olympic) পদকজয়ী কন্যা মাটিতে বসে ভাত খাচ্ছেন। নেটদুনিয়ায় দাবানল গতিতে ভাইরাল মীরাবাঈ চানুর (Mirabai Chanu) ছবি। তাঁর এহেন সাধারণ জীবনযাপন দেখে নেটজনতারা মুগ্ধ। তাঁদের সঙ্গে গলা মেলালেন অভিনেতা মাধবনও (R Madhavan )। তাঁর মন্তব্য, "দেখে শব্দ হারিয়ে ফেলেছি।"
টোকিও অলিম্পিকে ভারতের হয়ে রূপোর মেডেল জিতেছেন। দেশের কন্যার জয়ে উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী থেকে আমজনতার মুখে মুখে এখন মীরাবাঈ চানুর নাম। মণিপুরের সাধারণ ঘরের মেয়ে। ছাপোষা জীবনযাপন। আর সেই মেয়েই টোকিও অলিম্পিকে সমগ্র ভারতবাসীকে গর্বিত করার পর দেশে ফিরে কিনা মেঝেতে বসে ভাত খাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নজর এড়ায়নি আর মাধবনের। অতঃপর মুগ্ধ হয়ে অভিনেতাও সেই ছবি রি-টুইট করে ফেলেছেন। চানুর এমন সরল জীবনযাপন দেখে বাক্যহারা মাধবন।
<আরও পড়ুন: কোটি টাকার জমি প্রতারণা! মামলা দায়ের শিল্পা শেট্টির মা সুনন্দার>
টুইটাকে অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানুর মেঝেতে বসে ভাত খাওয়ার ছবি শেয়ার করে মাধবন লিখেছেন- "যাহ! এটা সত্যি হতে পারে না। দেখে একেবারে মুখের ভাষা হারিয়ে ফেলেছি।" ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে, চানু তাঁর পরিবারের দুই সদস্যের সঙ্গে মেঝেতে বসে ভাত খাচ্ছেন। ঘরের চারপাশের আসবাব, বাসনপত্র দেখলেই বোঝা যায়, একেবারে সাধারণ রোজনামচা। কোনও চাকচিক্যের ছাপ নেই। মীরাবাঈয়ের বেশভূষাও সাধারণ। পরনে টি-শার্ট, প্যান্ট। পায়ে হাওয়াই চপ্পল। আর সেই ছবি দেখেই মুগ্ধ দক্ষিণী তথা বলিউড অভিনেতা মাধবন।
ছবিটি মীরাবাঈ চানুর মণিপুরের বাড়িতে তোলা। প্রসঙ্গত, ২৬ বছর বয়সী এই ভারোত্তোলকের জয়ের খুশিতে ডোমিনোজের তরফে সারাজীবন তাঁকে বিনামূল্যে পিৎজা খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশে ফিরে মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে পিৎজা পার্টিতেও মজেছিলেন চানু। সেই ছবিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন