R Madhavan, Vedaant, Starkid: অভিনেতা আর মাধবন একজন গর্বিত বাবা এবং সেটা হওয়ারই কথা। জুনিয়র ন্য়াশনাল অ্যাকোয়াটিক প্রতিযোগিতায় মোট চারটি মেডেল জিতে নিয়েছে বেদান্ত এবং এই খুশির খবরটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধবন। কিছুক্ষণের মধ্যেই ছেলের ছবি ও প্রতিযোগিতার একটি ভিডিও ক্লিপ তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বেদান্ত অনেক ছোট বয়স থেকেই সাঁতারে পটু।
এই খেলায় বেদান্তের এই প্রথম জয় নয়, এর আগেও বেশি কিছু মেডেল এনেছে সে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়। গত বছর তাইল্য়ান্ডে, এজ গ্রুপ সুইমিং চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছিল বেদান্ত। এছাড়া গত বছর জুনিয়র ন্যাশনাল অ্য়াকোয়াটিক প্রতিযোগিতায় একটি গোল্ড মেডেল জেতে সে। তবে এবারের সাফল্য় অনেক বেশি। একসঙ্গে তিনটি সোনার মেডেল ও একটি রুপোর মেডেল।
আরও পড়ুন: আবার ‘আন্দাজ আপনা আপনা’, আবারও পর্দায় আমির-সলমন জুটি
ছেলে বেদান্তের সঙ্গে মাধবন। ছবি: অভিনেতার ফেসবুক পেজ থেকে
মাধবন তাঁর ছেলের এই কৃতিত্বে অত্যন্ত আনন্দিত তা বলাই বাহুল্য। ইনস্টাগ্রামে ছেলের প্রতিযোগিতার বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ''আপনাদের সবার আশীর্বাদে, শুভেচ্ছায় ও ঈশ্বরের কৃপায় বেদান্ত আমাদের আবার গর্বিত করেছে। জুনিয়র ন্য়াশনাল সাতাঁর প্রতিযোগিতায় তিনটি গোল্ড ও একটি সিলভার মেডেল পেয়েছে সে। এই প্রথম ব্য়ক্তিগত ইভেন্টে ন্য়াশনাল মেডেল পেয়েছে। এর পরেই লড়াই হবে এশীয় স্তরে।''
আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার জীবনে সন্তান আসতে চলেছে বেশ তাড়াতাড়ি
মাধবন এই মুহুর্তে ব্য়স্ত পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবি 'রকেট্রি: দ্য় নাম্বি এফেক্ট'-এর কাজ নিয়ে। বিখ্য়াত ভারতীয় বিজ্ঞানী ও এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার, এস নাম্বি নারায়ণনকে নিয়েই তৈরি হচ্ছে মাধবনের এই ছবি। ১৯৯৪ সালে দেশের খবর পাচার করার অভিযোগ ওঠে নাম্বি নারায়ণনের বিরুদ্ধ কিন্তু পরে সেই অভিযোগ উঠে যায় এবং সুপ্রিম কোর্ট তাঁকে নির্দোষ বলে ঘোষণা করে। মাধবন পরিচালিত, নাম্বি নারায়ণনের এই বায়োপিকটি মুক্তি পাবে ইংরেজি, তামিল ও হিন্দিতে।
Read the full article in English