/indian-express-bangla/media/media_files/2025/09/23/radhika-sarathkumar-mother-passed-away-2025-09-23-15-02-54.jpg)
চলে গেলেন তাঁর কাছের মানুষ...
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমারের মা গীতা রাধা রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত স্বাস্থ্য সমস্যা এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার পর তিনি চলে গেলেন না ফেরার দেশে। কিংবদন্তি অভিনেতা এম আর রাধার স্ত্রী, গীতা দক্ষিণ ভারতের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে সুপরিচিত একটি নাম ছিলেন।
রাধিকা মায়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী। এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শোকাহত পরিবারের সদস্য এবং ভক্তরা চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে গীতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। প্রবীণ অভিনেতা নাসেরের সঙ্গে কথোপকথনের সময় রাধিকার ছোট বোন নিরোশাকেও কাঁদতে দেখা যায়।
সমাজ মাধ্যমে, গীতার জীবনের বিভিন্ন মুহূর্তের পুরোনো ছবি শেয়ার করা হয়েছে। এক ছবিতে দেখা যায় রাধিকা ও গীতা একসাথে ছিলেন তাঁর বিয়ের দিনে। অভিনেত্রী-পরিচালক সুহাসিনী মনিরত্নম ইনস্টাগ্রামে লিখেছেন, “কী গতিশীল এবং দয়ালু মহিলা ছিলেন তিনি। তাঁর স্মার্টনেসকে খুব মিস করব। বড় ক্ষতি।” অভিনেত্রী সোনিয়া আগরওয়াল, রাজনীতিবিদ-অভিনেত্রী সুমালতা অম্বরীশ এবং অন্যান্য অনেক সহকর্মীও সমবেদনা জানিয়েছেন এবং গীতার আত্মার শান্তি কামনা করেছেন।
গীতা রাধা এম আর রাধার তৃতীয় স্ত্রী ছিলেন। রাধিকা একবার সাক্ষাত্কারে উল্লেখ করেছিলেন, যে তাঁর মা একজন শক্তিশালী এবং স্বাধীন নারী ছিলেন, যিনি রাধিকা ও তাঁর বোন নিরোশার জীবনকে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিজে দায়িত্ব নিয়েই সন্তান্রে বড় করেছিলেন তিনি। রাধিকা নিজে অভিনেতা-রাজনীতিবিদ আর শরৎকুমারের স্ত্রী। এবং নিরোশা অভিনেতা রামকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।
গীতার চলে যাওয়া শুধু পরিবারের জন্য নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের জন্যও এক বড় শূন্যতা তৈরি করেছে।