Bollywood Actor: 'ঠোঁট গলা সব শুকিয়ে গিয়েছে..', উপায় না পেয়েই পুলিশের দ্বারস্থ অভিনেতা

Actor Death Rumors: সমাজ মাধ্যমে নাকি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তার ভুয়ো জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ নিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে। খবরটি ভুয়ো, তিনি বেঁচে আছেন তা বারবার স্পষ্ট করে বলার পরেও, কোনও লাভ হয়নি।

Actor Death Rumors: সমাজ মাধ্যমে নাকি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তার ভুয়ো জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ নিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে। খবরটি ভুয়ো, তিনি বেঁচে আছেন তা বারবার স্পষ্ট করে বলার পরেও, কোনও লাভ হয়নি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raja

অভিনেতাকে নিয়ে চূড়ান্ত চর্চা

 বর্তমানে সমাজ মাধ্যমে একটি বিষয় ভীষণ ভাইরাল। তারকাদের একটু বয়স হলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে অনায়াসে। নানা পোস্ট ভাইরাল হচ্ছে তাদের মৃত্যুর খবর দিয়ে। এবার সেরকমই বিপদের শিকার জনপ্রিয় অভিনেতা রাজা মুরাদ। বর্ষীয়ান অভিনেতা নিজের মৃত্যুর খবর শুনতে শুনতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন, অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি।

Advertisment

সমাজ মাধ্যমে নাকি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তার ভুয়ো জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ নিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে। খবরটি ভুয়ো, তিনি বেঁচে আছেন তা বারবার স্পষ্ট করে বলার পরেও, কোনও লাভ হয়নি। ক্লান্ত অভিনেতা এবার পুলিশি অভিযোগ করতে বাধ্য হয়েছেন। মুম্বাইয়ের আম্বলি থানায়, তিনি অভিযোগ দায়ের করেছেন। ৭৩ বছর বয়সী অভিনেতা, জানিয়েছেন বিভ্রান্তিকর এই পোস্টটি, চারপাশে ছড়িয়ে পড়েছে এমনটাই নয়, বরং অনেকেই তাতে শ্রদ্ধাঞ্জলি এবং সমবেদনা জানাচ্ছেন। ANI সূত্রে খবর...

অভিনেতা বলেন, "কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। তারা আমার অস্তিত্ব নিয়ে অকারণে উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। তারা লিখেছে যে, আমি বহু বছর ধরে কাজ করেছি, কিন্তু এখন আর কেউ আমাকে মনে রাখে না। সেই পোস্টে আমার জন্মদিন ও মৃত্যুর তারিখ সম্পর্কেও মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। এটি তুচ্ছ কোনো বিষয় নয়, বরং অত্যন্ত গুরুতর।”

Advertisment

তিনি গভীর হতাশা প্রকাশ করে আরও বলেন, "এই ধরনের মিথ্যা তথ্য তার পরিবার, বন্ধু এবং ভক্তদের অযথা মানসিক কষ্ট দিয়েছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে ফোন ও বার্তা আসতে শুরু করায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। “আমি যে এখনও বেঁচে আছি, তা বারবার বলতে বলতে আমার গলা, জিহ্বা আর ঠোঁট শুকিয়ে গেছে। এই মিথ্যা খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। অনেকে এমনকি পোস্টটির স্ক্রিনশট পাঠিয়ে ধরে নিয়েছেন এটি সত্য।"

ঘটনাটিকে “লজ্জাজনক” বলে অভিহিত করেন রাজা মুরাদ। তার মতে, এই গুজব রটনাকারীরা যে ব্যক্তি জীবনে কোনো অর্থপূর্ণ সাফল্য অর্জন করতে পারেননি। কেবলমাত্র মনোযোগ আকর্ষণের জন্য তিনিই এমন সস্তা কৌশল অবলম্বন করতে পারেন। যদিও বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর, তারা আশ্বস্ত করেছেন FIR দায়ের করা হবে। যে ব্যক্তি এই অপপ্রচার চালিয়েছেন, তাকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানানো হয়েছে।

Entertainment News Entertainment News Today